ফ্রান্সে ফের হামলা! এবার নিশানায় চার্চের 'প্রিস্ট', আতঙ্ক, উদ্বেগে দেশ
ফ্রান্সের নিসে ছুরি নিয়ে নারকীয় হামলার ২ দিন কাটতে না কাটতেই ফের হামলার ঘটনা। এবার আততায়ীর নিশানায় ক্যাথলিক চার্চের এক প্রিস্ট। তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় লিওন সিটিতে। নিসের পর লিওনের ঘটনা ঘিরে উদ্বেগ, আতঙ্কে ফ্রান্স।

এদিকে ওই প্রিস্টকে আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গুরুতর আহত হলেও, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে খবর। প্রসঙ্গত, স্থানীয় সময় বিকেল ৪ টে নাাদ ঘটনাটি ঘরে ফ্রান্সে। সেই সময় ওই প্রিস্ট চার্চের স্বাভাবিক কাজকর্ম সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন। সেই সময় আততায়ীরা পর পর ২ বার তাঁকে লক্ষ্য করে গুলি করে। এদিকে, ওই আততায়ীর খোঁজে গোটা শহরে নিশ্ছিদ্র নিরাপত্তা রেখেছে ফ্রান্সের পুলিশ।
এই ঘটনাটি ফ্রান্সের তৃতীয় হামলার ঘটনা একই মাসে। এর আগে একটি স্কুলের সামনে এক ইতিহাসের শিক্ষককে গলা কেটে খুন করা হয়। প্রসঙ্গত, ফ্রান্সে এই মুহূর্তে ধর্মীয় এক ইস্যুকে নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। গোটা দেশের বিভিন্ন জায়গায় ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ দেখা দিয়েছে। এদিকে এরপরই ২ দিন আগে নিসের মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। তারপর এবার লিওন সিটি।