For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঈদে কুরবানিতে বাংলাদেশের রাস্তায় রক্তগঙ্গা!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ঢাকা, ১৫ সেপ্টেম্বর : ঈদ-আল-আধায় পশু কুরবানি, তার সঙ্গে মুঝলধারায় বৃষ্টি এবং সবশেষে দুর্বল নিকাশি ব্যবস্থার জেরে ঈদের পর ঢাকার রাস্তা কার্যত রক্তগঙ্গা হয়ে উঠল। [নারী-পুরুষ একে অপরকে ছাড়াই জন্ম দিতে পারবে সন্তানের!]

ঢাকা শহরের নানা জায়গায় কুরবানির জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া ছিল। সেসব জায়গায় গিয়ে কুরবানি করার নির্দেশ ছিল। তবে মঙ্গলবার ভারী বর্ষণের কারণে অনেকেই সেই জায়গায় পৌঁছতে পারেননি। ফলে যেখানে-সেখানে কুরবানির আয়োজন করা হয়। [কবর থেক বের করে মৃত আত্মীয়ের "মেক-ওভার"! এটাই প্রথা এখানে!]

ঈদে কুরবানিতে বাংলাদেশের রাস্তায় রক্তগঙ্গা!

মুসলমান সমাজের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র। দিনটি কুরবানির উৎসব হিসাবে চিহ্নিত। গরু, ছাগল, ভেড়া কুরবানি দিয়ে তা পরিবার-স্বজন ও গরিবদের মধ্যে বিতরণ করে উৎসব পালিত হয়। ফলে প্রায় সকলেই এই উৎসবে শামিল হয়ে থাকেন। [টিউমার ভেবে অপারেশন, বৃদ্ধার যোনি থেকে বেরল 'প্লাস্টিকের বল'!]

যারা পশু কুরবানি করতে পারেন না, তাদের মধ্যে কুরবানির মাংস বিলি করে আল্লাহর দোয়া চাওয়া হয়। প্রতিটি কুবরানিই এভাবেই হয়। তবে এবছর কোটি মানুষের বাস ঢাকায় কুরবানির দিনই প্রবল বৃষ্টি হওয়ায় এবং সঙ্গে নিকাশির বেহাল দশা হওয়ায় কার্যত চারিদিকে রক্তমেশা জল দাঁড়িয়ে বীভৎস চেহারা নিয়েছে। [এই ছবিগুলি দেখলে আঁতকেই উঠতে হবে!]

এই ঘটনা দেখে অনেকেই বাড়ি থেকে বাইরে বেরনোর পরিকল্পনা বাতিল করেন। কারণ শুধু রক্ত মিশ্রিত জল নয়, পশুর দেহাবশেষও রাস্তায় ভেসে বেড়াতে দেখা গিয়েছে। যার ফলে ঢোকার রাস্তা ভয়াবহ আকার নিয়েছে বলে জানা গিয়েছে।

English summary
Animal sacrifices turn Dhaka streets into rivers of blood, Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X