For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন! আপনার চোখের আড়ালে কী চলছে জানেন কি

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় দাবি করেছে, আইওএসের চেয়ে দশ গুণ বেশি তথ্য গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করে চলেছে অ্যান্ড্রয়েড ফোনগুলি।

  • |
Google Oneindia Bengali News

গুগল একজন গ্রাহকের লোকেশন লক্ষ্য করে চলেছে। লোকেশন পরিষেবা বন্ধ করা খাকলেও তাতে ফারাক হচ্ছে না। সব তথ্য চলে যাচ্ছে গুগলের হাতে। এই রিপোর্ট সামনে আসার পরই চাঞ্চল্য পড়ে গিয়েছে। শুধু তাই নয়, জানা গিয়েছে তথ্য সংগ্রহ করার অন্য পন্থাও রয়েছে গুগলের কাছে। যা অনেক সময়ই মোবাইল গ্রাহকের নজর এড়িয়ে যায়।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন! আড়ালে কি চলছে জানেন

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় দাবি করেছে, আইওএসের চেয়ে দশ গুণ বেশি তথ্য গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করে চলেছে অ্যান্ড্রয়েড ফোনগুলি। অনেক সময় গ্রাহকের অজান্তেই গুগল তথ্য হাতিয়ে নিচ্ছে। অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম, অ্যাপ সার্চ যেমন ইউটিউব, ম্যাপস, বা পাবলিশার্স টুল যেমন গুগল অ্যানালিটিক্স বা অ্যাড সেন্স থেকে গুগল গ্রাহক সম্পর্কে তথ্য সংগ্রহ করে চলেছে।

যদিও গুগল এই সমীক্ষা মানতে চায়নি। বিকৃত তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে। তবে গবেষকরা দেখেছেন, অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোম অ্যাক্টিভ থাকলে ২৪ ঘণ্টায় ফোনটি ৩৪০ বার গুগলে তথ্য সরবরাহ করে। যা আইওএস ফোনের চেয়ে বহুগুণ বেশি। ফলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা গ্রাহকদের নানা তথ্য এভাবেই গুগল হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

English summary
Android collecting 10 times more data than iOS, claims Vanderbilt University study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X