For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-শোভায় বিকশিত অর্কিড ফুল! সিঙ্গাপুরে জাতীয় উদ্যানে 'স্মারক' যখন প্রধানমন্ত্রী

নতুন ‘নাম’-এ নতুন খ্যাতি পেলেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর সফরকে স্মরণীয় করে রাখতে দেওয়া হল নতুন নাম ‘দিন্দোব্রিয়াম নরেন্দ্র মোদী’।

Google Oneindia Bengali News

নতুন 'নাম'-এ নতুন খ্যাতি পেলেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর সফরকে স্মরণীয় করে রাখতে দেওয়া হল নতুন নাম 'দিন্দোব্রিয়াম নরেন্দ্র মোদী'। এখন থেকে 'ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদী' শোভাবর্ধন করবেন সিঙ্গাপুরের জাতীয় অর্কিড বাগানে। আসলে এই বাগানে একটি অর্কিড গাছের নামকরণ করা হয়েছে মোদীর নামে। নাম দেওয়া হয়েছে 'ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদী'।

মোদীর নামে নামকরণ অর্কিডের, সিঙ্গাপুর সফরে ‘দিন্দোব্রিয়াম নরেন্দ্র মোদী’তে নয়া খ্যাতি

শনিবার সিঙ্গাপুরের ইউনেস্কো স্বীকৃত এই বাগানে পরিভ্রমণ করেন। তারপরই ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে একটি অর্কিড প্রজাতির নামকরণ করা হয়। এদিন অর্কিড বাগান ছাড়াও নরেন্দ্র মোদী সিঙ্গাপুরে দক্ষিণ এশিয়ার প্রাচীনতম শ্রী মারিয়ামান হিন্দু মন্দির পরিদর্শন করেন। যান চুলিয়া মসজিদেও। এদিন তাঁর সঙ্গে ছিলেন সিঙ্গাপুরের সংস্কৃতি বিষয়কমন্ত্রী গ্রেস ইয়েন।

শনিবার তিন দেশীয় সফর শেষে সিঙ্গাপুরে এসে পৌঁছন। সেখানে জাতীয় অর্কিড গার্ডেন পরিদর্শন করেন। তাঁর পরিদর্শন পর্বেই অর্কিড প্রজাতি ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদি নামে নামাঙ্কিত হল। বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার টুইট করে এদিন জানান এই গর্বের কথা। এখন থেকে ভারতের প্রধানমন্ত্রী নাম সিঙ্গাপুরের অর্কিড বাগানে শোভা পাবে।

সিঙ্গাপুরের রীতি অনুযায়ী বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের নাম অর্কিড বাগানে শোভা পাচ্ছে। ১৯৫৭ সাল থেকে এই রীতি চলে আসছে সিঙ্গাপুরে। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও অর্কিড বাগানে শোভাবর্ধন করেছে। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মান পেলেন। মোদীর নামাঙ্কিত অর্কিড গাছটি ৩৮ সেন্টিমিটার লম্বা। ১৪ থেকে ২০টি ফুলের থোকা ধরে এই গাছটিতে। অর্কিডের পাপড়িগুলি মেহগিনি, বৃত্তাংশ লালচে বাদামি রঙের। সমান্তরালভাবে সুসজ্জিত ধূসর বেগুনি ঠোঁটের মতো দেখতে।

English summary
PM Narendra Modi gets a special reputation in his Singapur tour. An orchid was named as Narendra Modi to mark the visit to National Orchid Garden of Singapur,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X