For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘তোমরা হিন্দুরা অত্যন্ত নোংরা’, আমেরিকায় বর্ণবিদ্বেষের অভিযোগ ভারতীয় বংশদ্ভূতের বিরুদ্ধে

‘তোমরা হিন্দুরা অত্যন্ত নোংরা’, আমেরিকায় বর্ণবিদ্বেষের অভিযোগ ভারতীয় বংশদ্ভূতের বিরুদ্ধে

Google Oneindia Bengali News

ফের আমেরিকার বর্ণ-বিদ্বেষের শিকার হলেন এক ভারতীয় বংশোদ্ভুত ভারতীয়। তাঁকে 'নোংরা হিন্দু' ও 'কুকুর' বলে হেনস্তা করা হয়। ভারতীয় মার্কিন-ভারতীয় ওই নাগরিককে আমেরিকা ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেওয়া হয়। ক্যালিফোর্নিয়ার এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে নির্যাতিত ওই ব্যক্তি পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তিও ভারতীয় বংশোদ্ভুত।

‘তোমরা হিন্দুরা অত্যন্ত নোংরা’, আমেরিকায় বর্ণবিদ্বেষের অভিযোগ ভারতীয় বংশদ্ভূতের বিরুদ্ধে

নির্যাতিত ব্যক্তির নাম তেজিন্দর সিং। হেনস্তার ভিডিওটি তিনি রেকর্ডিং করেন। আট মিনিটের ভিডিওতে তাঁকে অভিযুক্ত এশিয়ান ও ভারতীয় হিসেবে উল্লেখ করেন। অভিযুক্ত ব্যক্তির নাম কৃষ্ণান জয়রামন। ভিডিওতে জয়রামন তেজিন্দর সিংকে বলেন, 'তুমি অত্যন্ত খারাপ। কুকুরের সমতুল্য।' তেজিন্দর সিংকে 'নোংরা হিন্দু' বলেও উল্লেখ করা হয়। ভিডিওতে দেখা গিয়েছে, তেজিন্দর সিং মাংস খান না বলেও তাঁকে নানা ভাবে হেনস্তা করা হচ্ছে। মুখের সামনে মাংস নিয়ে জয়রামনকে বলতে শোনা যায়, 'এটা গোরুর মাংস।' সেই মাংসটি তেজিন্দর সিংয়ের মুখের সামনে নিয়ে যাওয়া হয়। এরপরে তাঁকে লক্ষ্য করে জয়রামন থুথু ফেলেন।

স্থানীয় সংবাদমাধ্যমে তেজিন্দর সিং বলেন, 'প্রথমে খুব ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল, ব্যক্তিটি যদি খুব হিংস্র হয়। ব্যক্তিটি যদি আমার পিছন পিছন আসে। আমাকে যদি ক্ষতি করে। কিন্তু পরে যখন জানতে পারি, ওই ব্যক্তিটি ভারতীয়, তখন খুব বিরক্ত হয়েছিলাম।' ভিডিওতে কৃষ্ণান জয়রামনকে বলতে দেখা যায়, 'আমি আপনার সঙ্গে লড়াই করতে আসেনি।' পাল্টা তেজিন্দর সিং বলেন, 'এখানে আপনি কি চান?' জয়রামন বলেন, 'হিন্দুরা অত্যন্ত লজ্জাজনক, ঘৃণ্য মনুষ্য প্রজাতি।' এরপরেই ওই ব্যক্তি তেজিন্দর সিংকে লক্ষ্য করে থুথু ফেলেন।

ঘটনাটি একটি রেস্তোরাঁতে হয়। রেস্তোরাঁর এক কর্মচারী ফ্রেমন্ট পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ আসার সঙ্গে সঙ্গে ভিডিওটি শেষ হয়ে যায়। ফ্রেমন্ট পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমেরিকাতে বর্ণ বিদ্বেষেক ঘটনা নতুন। একাধিকবার ভারতীয় বংশোদ্ভুতরা মার্কিন নাগরিকদের হাতে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। কিন্তু আমেরিকায় এক ভারতীয়ের অন্য ভারতীয় বংশোদ্ভুতকে হেনস্তার ঘটনা বিরল।

এরপরে পুলিশ প্রধান শ্যন ওয়াশিংটন সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মার্কিন পুলিশ সকলে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিটি সম্প্রদায়ের মানুষ আমেরিকার পুলিশ সম্মান করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পাশাপাশি দেশবাসীকে শান্ত থাকার বার্তা দিয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলকে সম্মান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, শুক্রবার এক মেক্সিকান-মার্কিন নাগরিক চার ভারতীয় বংশোদ্ভুত মহিলাকে হেনস্তা করেন বলে অভিযোগ। এই হেনস্তার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে ভারতীয় বংশোদ্ভুত মহিলাদের আমেরিকা ছেড়ে ভারতে ফিরে যাওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি অভিযোগ করা হয়, ভারতীয়দের জন্য আমেরিকা ধ্বংস হচ্ছে। শারীরিকভাবে অভিযুক্ত মহিলা হেনস্তা করেন বলে অভিযোগ। টেক্সাস পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

কলকাতা রওনা হওয়ার সময় স্ব-মেজাজে কেষ্ট! পঞ্চায়েত ভোট নিয়ে অনুব্রতর 'ব্যাপক' উত্তরে শোরগোল কলকাতা রওনা হওয়ার সময় স্ব-মেজাজে কেষ্ট! পঞ্চায়েত ভোট নিয়ে অনুব্রতর 'ব্যাপক' উত্তরে শোরগোল

English summary
‘You dirty Hindu,’ An Indian American man abused by a compatriot in California
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X