ইরানের তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, সন্দেহের তির সৌদি আরবের দিকে
ইরানকে শায়েস্তা না করলে ভুগতে হবে গোটা বিশ্বকে। কয়েকদিন আগে এমনই বার্তা দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ। তারপরই সৌদি আরবের জেড্ডা বন্দরের কাছে ইরানের তেলের জাহাজে বিস্ফোরণ ঘটেছে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে জাহাজটি। এই ঘটনায় সৌদি আরবের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। জাহাজটি ন্যাশনাল ইরান অয়েল কোম্পানির বলে জানা গিয়েছে।

সৌদি আরবের জেড্ডা বন্দরের ৯৬ কিলোমিটার দূরে লোহিত সাগরের ওপরে ভাসমান ছিল জাহাজটি। পরপর দুটি ক্ষেপণাস্ত্র জাহাজটিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল বলে অভিযোগ। তারপরেই জ্বলে ওঠে তেলের জাহাজটি। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে সমুদ্রে মিশতে শুরু করেছে জাহাজের তেল। তাতে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এই ঘটনার পর নতুন করে রিয়াধ এবং তেহরানের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। যদিও এই ঘটনায় সৌদি আরবের পক্ষ থেকে কোনও দায় স্বীকার করা হয়নি।
গত মাসেই সৌদি আরবের অ্যারমকো সংস্থার দু-দুটি কারখানায় ড্রোন হামলা চালানোর ঘটনা ঘটেছিল। এই ঘটনায় ইয়েমের এক বিদ্রোহী সংগঠন দায় স্বীকার করলেও সৌদি আরবের দাবি ছিল ইরানই পরোক্ষে মদত দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। তারপরেই তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। ইরানকে শায়েস্তা না করলে গোটা বিশ্বে তেলের দাম ভয়ঙ্কর আকার নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ।
[নোবেল শান্তি পুরস্কার পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আহমেদ আলি]