For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একটানা ১৯ ঘণ্টার উড়ানে সর্বকালীন রেকর্ড অস্ট্রেলিয়ার বিমান সংস্থার

একটানা ১৯ ঘণ্টার উড়ানে সর্বকালীন রেকর্ড অস্ট্রেলিয়ার বিমান সংস্থার

  • |
Google Oneindia Bengali News

প্রায় ১৬০০০ কিলোমিটার পথ অতিক্রম করে সফল অবতরণ করল অস্ট্রেলীয় বিমান সংস্থা কোয়ান্তাসের বিমান বোয়িং ৭৮৭৯। একটানা ১৯ ঘণ্টা আকাশপথে থেকে বিশ্ব রেকর্ড নিজেদের ঝুলিতে ভরল অস্ট্রেলিয়ার এই সর্ববৃহৎ বিমান সংস্থাটি।

একটানা ১৯ ঘণ্টার উড়ানে সর্বকালীন রেকর্ড অস্ট্রেলিয়ার বিমান সংস্থার


ব্রিটেন, অস্ট্রেলিয়া ও আমেরিকার মধ্যে যাত্রাপথ আরও সংকীর্ণ করার উদ্দেশ্যেই তাদের এই পরিকল্পনা বলে জানায় কোয়ান্তাস এয়ারওয়েজ। এই তিন দেশের মধ্যে বাণিজ্যিক পরিবহনের পথ আরও সুগম করতে ও দ্রুত পরিবহনের কথা মাথায় রেখে প্রাথমিক ভাবে পরীক্ষামূলক ভাবে তারা কিছু বিমান চলাচল জারি রাখছে। ওই বিমান সংস্থা সূত্রে খবর, এই বছর তাদের তিনটি দীর্ঘ পরীক্ষামূলক উড়ানের মধ্যে নিউইয়র্ক থেকে অস্ট্রেলিয়ার এই অক্লান্ত যাত্রাই প্রথম।

অত্যধিক বোঝার কারণে যাতে বিমানটির উড়ান কালে কোনও সমস্যা না হয় তাই যাত্রী সংখ্যা যতটা পারা যায় কমানোও হয়। সূত্রের খবর, কোয়ান্তাস এয়ারওয়েজের ৪৯জন যাত্রী নিয়ে বোয়িং ৭৮৭৯ বিমানটি দ্বিতীয়বার কোথাও জ্বালানি না ভরেই প্রায় সাড়ে নয় হাজার পথ অতিক্রম করে রবিবার সকালে সিডনি বিমান বন্দরে সফল অবতরণ করে।

পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিমানসংস্থা কোয়ান্তাসের প্রধান এ্যালান জোশে তাদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন 'অষ্ট্রলীয়ার জন্য এটা একটা ঐতিহাসিক সময়।’ এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, ' তিনটি পরীক্ষামূলক উড়ানের মধ্যে এটি আমাদের প্রথম বড় চ্যালেঞ্জ ছিল। পাইলটদের ক্লান্তি ও যাত্রী উৎকণ্ঠা সামলে বিমানটির সফল অবতরণে আমরা তাই স্বভাবতই খুশি।’

English summary
The Boeing QF-7879 finished the longest air way
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X