For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গর্ভের শিশুর আল্ট্রাসাউন্ড পরীক্ষায় ‘যীশু’কে দেখেছেন এক মার্কিন দম্পতি

যুক্তরাষ্ট্রের এক দম্পতি বলছেন, গর্ভের শিশুর আল্ট্রাসাউন্ড পরীক্ষার সময় তারা 'যীশু খ্রিস্ট'কে দেখতে পেয়েছেন।

  • By Bbc Bengali

যুক্তরাষ্ট্রের এক দম্পতি বলছেন, গর্ভের শিশুর আল্ট্রাসাউন্ড পরীক্ষার সময় তারা 'যীশু খ্রিস্ট'কে দেখতে পেয়েছেন।

পেনিসিলভানিয়ার ওই দম্পতির ভাষ্য অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষার সময় তাঁরা দেখতে পান বাম দিকে পোশাক পরিহিত এক ব্যক্তি তাদের শিশুর দিকে তাকিয়ে আছে।

"তারা যখন আল্ট্রাসাউন্ডের ছবিসহ রিপোর্ট আমাদের কাছে দিলো, আমার কাছে মনে হয়েছে ওই ব্যক্তি যীশুখ্রিস্ট'-স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন গর্ভবতী আলিশিয়া জিক।

তিনি আরো বলেছেন, এই রিপোর্ট পেয়ে তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই বেশ আশ্বস্ত হয়েছেন এবং প্রশান্তির মধ্যে আছেন।

এর আগে আরো দুবার গর্ভধারণ করলেও, গর্ভধারণ সংক্রান্ত জটিলতায় দুটো সন্তানই সুস্থ হয়নি আলিশিয়া জিকের।

এক ছেলে ও এক মেয়ে দুজনের শরীরেই জন্মগত ত্রুটি রয়েছে।

প্রথম সন্তান মেয়ে, যার প্রি-অ্যাক্সিয়াল পলিড্যাক্টিলি সিনড্রোম রয়েছে। এক হাতে মাত্র দুটি আঙ্গুল নিয়ে জন্ম নেয় প্রথম সন্তানটি।

আর এই দম্পতির দ্বিতীয় সন্তান ছেলে, জন্ম থেকেই তার তালুতে চিড় রয়েছে।

"কোনো দেবদূত বা ঈশ্বর বা যীশু যাই বলেননা কেন, দেখে মনে হচ্ছে এটা আমার প্রতি আশীর্বাদ" বলেন মিস্টার স্মিথ।

"আমি যখন আল্ট্রাসাউন্ড পরীক্ষার সময় এই ছবিটি দেখলাম, চোখে পানি চলে এসেছিল। আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। প্রথমে বিশ্বাস হচ্ছিল না"।

বুধবার আলিশিয়া জিক একটি সুস্থ মেয়ে শিশুর জ্ন্ম দিয়েছেন, তার নাম দেয়া হয়েছে ব্রিয়েলা।

মা ও শিশু দুজনেই সুস্থ আছে।

বিবিসি বাংলায় আরো পড়ুন:

আলীগের কাঠগড়ায় প্রধান বিচারপতি, পরিণতি কি?

রোববার সর্বাত্মক ছুটির পথে পোল্যান্ড?

তিন তালাক: বাংলাদেশের আইন কী বলে?

ধর্মগুরুর ধর্ষণের মামলার রায়ের আগে তুলকালাম

English summary
amreican couple sees Jesus at pregnant wife's child in womb
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X