For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংকটের থমকে গিয়েছে বিয়ে, নিউইয়র্কে নয়া নির্দেশিকায় কাটল বিবাহ বিভ্রাট

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। লকডাউন দীর্ঘতর হওয়ায় থমকে গিয়েছে বিয়ের অনুষ্ঠানও।

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। লকডাউন দীর্ঘতর হওয়ায় থমকে গিয়েছে বিয়ের অনুষ্ঠানও। শেষ পরিস্থিতি বিবেচনা করে দিশা দেখাল নিউইয়র্ক প্রশাসন। জুম অ্যাপে বিয়ে বৈধ ঘোষণা করা হয়েছে। এতে সংক্রমণের সম্ভাবনা এড়িয়েই বিয়ের অনুষ্ঠান করা যাবে বলে জানানো হয়েছে।

জুম অ্যাপে বিয়ে বৈধ

জুম অ্যাপে বিয়ে বৈধ

জুম অ্যাপে বিয়ে বৈধ ঘোষণা করল আমেরিকার নিউ ইয়র্ক প্রশাসন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গোটা আমেরিকা জুড়ে লকডাউন বাড়ানো হয়েছে। থমকে গিয়েছে গোটা দেশ। দেশের অর্থনীতি একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তেমনই থমকে গিয়েছে একাধিক বিয়ের অনুষ্ঠানও। সেকারণেই সোশ্যাল ডিসট্যানসিং বজায় রেখে জুম অ্যাপের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে বৈধতা দিয়েছে প্রশাসন। গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান আটকে রাখা ঠিক নয়। সেকারণেই জুম অ্যাপের সাহায্য নিয়ে যাঁরা বিয়ে করতে চান তাঁদের বিয়ে আইনত বৈধ বলে মনে করা হবে।

জুম অ্যাপের সংকট

জুম অ্যাপের সংকট

এদিকে জুম অ্যাপ যে একেবারেই নিরাপদ নয় সেকথা প্রকাশ্যে চলে এসেছে। এই অ্যাপ মোবাইল বা ল্যাপটপে ডাউনলোড করার পর তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ। সেকারণে গুগল তার কর্মীর কম্পিউটারে জুম অ্যাপ ডাউনলোড করা নিষিদ্ধ করেছে। সূত্রের খবর জুম অ্যাপ প্রস্তুতকারী সংস্থা নাকি হ্যাকারদের তথ্য বিক্রি করে দিচ্ছে।
ভারতেও জুম অ্যাপের ব্যবহার নিেয় গাইডলাইন তৈরি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে।

করোনা সংক্রমণে বিধ্বস্ত আমেরিকা

করোনা সংক্রমণে বিধ্বস্ত আমেরিকা

করোনা সংক্রমণের জেরে চিনের থেকেও বিধ্বস্ত অবস্থা আমেরিকা। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে প্রায় ১৩,০০০ মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমসিম ট্রাম্প সরকার। চিনের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

English summary
amidst coronavirus lockdown NewYork issued new notice for wedding
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X