করোনা আবহের মধ্যেই কানাডায় পুলিসের ছদ্মবেশে বন্দুকবাজের হামলা, প্রাণ গেল ১৬ জনের
করোনা আবহের মধ্যেই বন্দুকবাজের হামলা কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে। পুলিশের পোশাকে পরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে বন্দুকবাজ। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। গত ৩০ বছরে এর থেকে ভয়ঙ্কর হামলা হয়নি বলে দাবি করেছে পুলিস। বন্দুকবাজকে যদিও গুলি করে হত্যা করা হয়েছে।

লকডাউনের কারণে এমনিতেই বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছিল বাসিন্দাদের। এই ঘটনার পর গোটা এলাকায় বাসিন্দাদের ঘরের দরজা বন্ধ করে বেসমেন্টে থাকতে বলা হয়। কানাডা পুলিস জানিয়েছে, গ্যাব্রিয়ের ওটম্যান নামে ৫১ বছরের ওই বন্দুকবাজ রয়াল কানাডিয়ান মাউন্টেন পুলিসের গাড়ি নিয়ে এলাকায় প্রবেশ করেছিল। তারপরেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে। আগুন ধরিয়ে দেওয়া হয় এলাকার বেশ কয়েকটি গাড়িতেও।
বন্দুকবাদের এলোপাথারি গুলিতে ১৩ জন ঘটনাস্থলেই মারা যান। তাঁর মধ্যে একজন পুলিসকর্মীও রয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও তিন জনের মৃত্যু হয়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এর আগেও একাধিকবার বন্দুকবাগের হামলা হয়েছে কানাডায়। তবে এটা গত ৩০ বছরে সবচেয়ে ভয়ঙ্করতম বলে মনে করা হচ্ছে।