For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সংঘাতের মাঝেই ভারতে ব্যবসায়িক ক্ষেত্রে চিনা সংস্থা আলিবাবার বড় সিদ্ধান্ত! কী জানানো হল

  • |
Google Oneindia Bengali News

সীমান্তে লাদাখ উত্তেজনা চরমে। তার মাঝেই ভারত একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করে সাফ জানান দিয়েছে যে চিনের বাণিজ্য ভারতে আগের মতো রমরমা আকারে চলবে না। একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করে, ও চিনের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ভারতের প্রতিষ্ঠানের যোগ স্ক্যানারে রেখে নয়া দিল্লি চিনকে মোক্ষম জবাব দিয়েছে। এরপর চিনা সংস্থা আলিবাবা নিয়ে ফেলল বড় পদক্ষেপ।

 চিন -ভারত সংঘাত

চিন -ভারত সংঘাত

লাদাখের হাত ধরে এই প্রথম ভারতের উচ্চতম কোনও সীমান্তে ভয়াবহ মারণ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। রাশিয়ান প্রযুক্তিতে তৈরি ইগলা এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি। শত্রুপক্ষের কোনও বিমান সীমান্তে উঁকি দিলেই তাকে উচিত শিক্ষা দেবে এই মারণ ক্ষেপণাস্ত্র। আর তা আপাতত লাদাখ সীমান্তে মোতায়েন।

 স্যাটেলাইট ছবিতে কী ধরা পড়েছে?

স্যাটেলাইট ছবিতে কী ধরা পড়েছে?

স্যাটেলাইট চিত্রগুলিতে দেখতে পাওয়া গিয়েছে, কীভাবে হিন্দু তীর্থযাত্রীদের কাছে ধর্মীয় গুরুত্বের স্থান কৈলাশের মানস-সরোবর এখন সামরিক শক্তি মোতায়েন রাখছে চিন। তীর্থক্ষেত্রকেও তারা ব্যবহার করছে সমরসজ্জার ক্ষেত্র হিসেবে। লাদখের ইন্দো-চিন লড়াইয়ের মধ্যে ধর্মীয় স্থানটিকে টার্গেট করা হয়েছে।

আলিবাবার বার্তা

আলিবাবার বার্তা

এদিকে, দুই দেশ যখন এমন আবহে রয়েছে , তখন চিনা সংস্থা আলিবাবা জানিয়েছে, ভারতে বিনিয়োগের যে পদক্ষেপ তারা নিতে যাচ্ছিল ,তা এখন তারা আর নিতে চাইছে না। ফলে ভারতে চিনা সংস্থা র বড় বিনিয়োগ আপাতত থমকে রয়েছে।

 আলিবাবা ও ভারতের অর্থনীতি

আলিবাবা ও ভারতের অর্থনীতি

ভারতের একাধিক স্টার্টআপে বিনিয়োগ রয়েছে আলিবাবার। মুকেশ আম্বানির প্রতিদ্বন্দ্বী জ্যাক মার মালিকানাধীন সংস্থা আলিবাবা আপাতত আগামী ৬ মাসের আগে ভারতে কোনও রকমের বিনিয়োগ করবে না বলে জানিয়েছে। তবে যে যে ভারতীয় সংস্থায় বিনিয়োগ তাদের রয়েছে, সেখান থেকে বিনিয়োগ তুলে নেওয়ার পরিকল্পনা আলিবাবার নেই বলে খবর।

English summary
Amid Ladakh tension Chinese firm Alibaba puts hold on Indian investment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X