For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে শীতকালীন সংঘাত চিনা অস্ত্রই ভরসা ড্রাগন বাহিনীর! চিনের অন্দরে বেজিং কোন গেমপ্ল্যান খাটাচ্ছে

লাদাখে শীতকালীন সংঘাত চিনা অস্ত্রের ভরসায় লড়ার লক্ষ্যে ড্রাগন বাহিনী! বেজিং কোন গেমপ্ল্যানে

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী চিনের পণ্য বর্জন করে আত্ননির্ভর ভারতের ডাক দিয়েছেন। আর সেই আত্মনির্ভর ভারতে ভরসা করে , দেশের মাটিতে একাধিক অস্ত্র তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে স্বচ্ছ্বতাও ধরে রেখেছে মোদী সরকার। কিন্তু লাদাখ সংঘাতের মাধে জিনপিং সরকারের রাখঢাক খানিকটা ধন্ধে রাখছে অনেককে! এদিকে, চিনের একাধিক প্রাইভেট সংস্থার কাছে অস্ত্র তৈরি নিয়ে চলে গিয়েছে ফরমান।

 চিনের প্রাইভেট সংস্থাকে কীভাবে ব্যবহার করছে জিনপিং?

চিনের প্রাইভেট সংস্থাকে কীভাবে ব্যবহার করছে জিনপিং?

চিনের বহু প্রাইভেট সংস্থাকে অস্ত্র তৈরির বিষয়ে নির্দেশ দিয়েছে জিনপিং সরকার। 'অ্যাডভান্সড আনম্যান্ড ' অস্ত্রের বিষয়েই এক্ষেত্রে দেওয়া হয়েছে জোর। প্রসঙ্গত, লাদাখে ভারতের সঙ্গে চিনের সংঘাত উচ্চ অক্ষাংশে চলছে। এদিকে, জানা যাচ্ছে, চিনের সংস্থাগুলিকে বিশেষ নির্দেশে জিনপিং প্রশাসন জানিয়েছে, উচ্চ অক্ষাংশে চালনা করা যায় এমন অস্ত্র দেশে তৈরি করতে হবে।

চিনা পণ্য় বিশ্বজুড়ে প্রত্যাখ্য়াত হচ্ছে এবং চিনের পদক্ষেপ

চিনা পণ্য় বিশ্বজুড়ে প্রত্যাখ্য়াত হচ্ছে এবং চিনের পদক্ষেপ

যেখানে চিনের পণ্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রত্যাখ্যাত হচ্ছে, সেখানে চিন ঘরের মাটিতে অস্ত্র তৈরির দিকে নজর দিতে শুরু করেছে। শুধু অস্ত্রই নয়, লাদাখের ঠান্ডায় যাতে চিনের লালফৌজ জওয়ানরা যুঝতে পারেন, তার জন্য সোলার চার্জার, পোর্টেবেল অক্সিজেনারেটর, ডাইনিং ভেহিক্যাল তৈরির নির্দেশও চিনের একাধিক সংস্থাকে দেওয়া হয়েছে।

 গোপনীয়তায় চিন সরকার

গোপনীয়তায় চিন সরকার

দেশের সামরিক প্রয়োজনীয়তা যাতে দেশের মাটি থেকেই মিটিয়ে নেওয়া যায়, তার চেষ্টায় রয়েছে জিনপিং প্রশাসন। তাতে সামরিক খরচ কমার সম্ভাবনা বাড়ে। এদিকে, চিনের কোন কোন প্রাইভেট সংস্থা এমন প্রযুক্তি নির্ভর পণ্য চিনের সেনার জন্য় বানাচ্ছে তা নিয়েও প্রকাশ্যে মুখ খুলছে না বেজিং। ফলে সন্দেহ থেকেই যাচ্ছে।

 সামরিক অস্ত্র নিয়ে আগের নীতি থেকে সরে যাচ্ছে চিন

সামরিক অস্ত্র নিয়ে আগের নীতি থেকে সরে যাচ্ছে চিন

প্রসঙ্গত, বিশ্বের তাবড় শক্তিধারী চিন সেনা একটি পরম্পরা মেনে নির্দিষ্ট ঘরানায় অস্ত্র বেছে নিত। তবে জিনপিং সরকার লাদাখ আবহে , সেই ঘরানার পরিবর্তন করছেন। তবে বিশেষ অস্ত্র খোলাবাজার থেকে কেনার পুরনো রীতি ছাড়ছে না চিন।

সমরিক সজ্জা তৈরিতে চিনের বড়ৃ পদক্ষেপ

সমরিক সজ্জা তৈরিতে চিনের বড়ৃ পদক্ষেপ

এদিকে, চিনের সেনাকে সমস্ত পরিস্থিতিতে তৈরি রাখতে বিশেষ গ্রাফেন দিয়ে তৈরি পোশাকের বন্দোবস্ত করছে চিন। এই বিষয়েও ঘরোয়া নির্মাতা সংস্থাগুলিক কাজে লাগাচ্ছে তারা। এই বিশেষ পোশাক, বিদ্যুৎ, জল, আগুন থেকে তাদের রক্ষা করতে পারবে। প্রসঙ্গত, একদিকে সামরিক শক্তির জোর ঘরের মাটিতে বাড়ানো অন্যদিকে, দেশের অর্থনীতিতে জোর দিতে এমন পদক্ষেপ বেজিং নিচ্ছে বলে খবর।

লাদাখে ভারতের সীমানায় চিনেরা সেনা কি রয়েছে! প্রশ্নের জবাবে রাজনাথের বড় বার্তা, খোঁচা রাহুলকেলাদাখে ভারতের সীমানায় চিনেরা সেনা কি রয়েছে! প্রশ্নের জবাবে রাজনাথের বড় বার্তা, খোঁচা রাহুলকে

English summary
Amid Ladakh stand off china orderng its private companies to make unmaned weaponary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X