For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সংঘাতে ব্যাকফুটে গিয়ে রণকৌশল নিয়ে পাকিস্তানের মুখাপেক্ষী চিন! লালফৌজের অন্দরে কাকে দেখা গেল

  • |
Google Oneindia Bengali News

গোটা ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ভিডিও থেকে । ভিডিওটিতে চিনের লালফৌজের অন্দরে এক ব্যক্তির উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই প্রশ্ন থেকেই জল্পনার মাত্রা চূড়ান্ত পর্যায়ে যেতে শুরু করেছে। একনজরে দেখে নেওয়া যাক, লালফৌজের অন্দরে কী কী ঘটেছে।

 চিনা সাংবাদিকের ভিডিও ঘিরে জল্পনা

চিনা সাংবাদিকের ভিডিও ঘিরে জল্পনা

এক চিনা সাংবাদিকের ভিডিও ঘিরে উঠেছে প্রশ্ন। তাঁর ভিডিওতে দেখা গিয়েছে, লালাফৌজের অন্দরে এক বিশেষ ব্যক্তি লাদাখে মহড়ায় অংশ নিয়েছেন। যে ব্যক্তির চেহারাতে চিনা নাগরিকদের সঙ্গে একেবারেই মিল নেই। তাঁর মুখে দাঁড়ি রয়েছে, দীর্ঘাঙ্গ এই ব্যক্তি বহু চিনা জওয়ানের থেকে লম্বা। আর এই ব্যক্তির পরিচিতি নিয়েই প্রশ্ন উঠেছে।

জল্পনা কী নিয়ে?

জল্পনা কী নিয়ে?

ওপেন সোর্স ইন্টালিজেন্স' এর বিশেষজ্ঞের দাবি, চিন সেনার অন্দরের এই বিতর্কিত ব্যক্তি মূলত পাকিস্তানের কোনও সেনা জওয়ান হতে পারেন। আর এই মর্মেই লাদাখ যুদ্ধে পাকিস্তানের তরফে চিনকে সাহায্য কররা তত্ত্ব উঠে আসতে শুরু করেছে। এর আগে চিনের যুদ্ধবিমান পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্কার্দু বিমান ঘাঁটিতে অবতরণ হতে দেখা গিয়েছে। ফলে জল্পনার মাত্রা ক্রমেই চড়েছে।

কেন পাকিস্তানকে লাদাখ সংঘাতের চিনের প্রয়োজন?

কেন পাকিস্তানকে লাদাখ সংঘাতের চিনের প্রয়োজন?

উল্লেখ্য, বিশেষজ্ঞ মহলের ধারণা, পাকিস্তানি সেনা পার্বত্য় এলাকার যুদ্ধে পটু। শীতকালীন যুদ্ধের অভিজ্ঞতা পাকিস্তানের যেরকম রয়েছে, চিনের তা নেই। এমন অবস্থায়, লাদাখ সংঘাতে ভারতের সঙ্গে কাঁটায় কাঁটায় টক্কর দিতে ব্যর্থ হচ্ছে চিন। গত ১৫ জুন থেকে ২৯, অগাস্ট, ৭ সেপ্টেম্বরের সংঘাত পর্যায়ক্রমে দেখলে, দেখা যাবে যে, ভারত প্রত্যেকটি বারই চিনকে মাত দিয়েছে। ফলে ব্যাকফুটে যাওয়া চিনের যুদ্ধনীতি শান দিতে প্রয়োজন হচ্ছে পাকিস্তানের।

 পার্বত্য এলাকার যুদ্ধে ভারতে শক্তি কী?

পার্বত্য এলাকার যুদ্ধে ভারতে শক্তি কী?

সমতল ও পার্বত্য দুটি এলাকাতেই যুদ্ধের ক্ষেত্রে বিশ্বে এই মুহূর্তে সর্ববৃহৎ সেনা ভারতীয় সেনা। ভারতের সেনা শক্তি লাদাখের মতো পার্বত্য এলাকায় যুদ্ধের ক্ষেত্রে বেশ শক্তিশালী। সিয়াচিনে ভারতের সেনা শক্তি কতটা পোক্ত তা ভালোভাবেই জানে চিন। তাই শীতকালীন যুদ্ধে ভারতের সঙ্গে ল়চতে পার্বত্য এলাকার যুদ্ধনীতি খুঁজতেই সম্ভবত পাকিস্তানের সেনার থেকে সাহায্য নিচ্ছে চিন। ওই ভাইরাল ভিডিও ঘিরে এমনই জল্পনা উঠতে শুরু করেছে।

 চিনের মাথা ব্যথার কারণ কী?

চিনের মাথা ব্যথার কারণ কী?

ভারতের স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্সকে রীতিমতো সমীহ করে চলছে চিন। এই দুরন্ত বাহিনীর সঙ্গে লড়াই নিয়ে চিন ঘুঁটি সাজাটচ্ছে। এদিকে, সিয়াচিনে ভারতের সঙ্গে পাকিস্তানি সেনার সংঘাতের ইতিহাস রয়েছে। যে অভিজ্ঞতার বশে পাকিস্তানের কাছ থেকে পার্বত্য যুদ্ধনীতি শিখতে আগ্রহ দেখিয়েছে চিন।

English summary
Amid Ladakh stand off, a bearded man found in Chinese army creates Speculation of Pakistan's help to China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X