For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সংঘাতের মাঝে পাকিস্তানের নয়া প্যাঁয়তারা! কাশ্মীরকে বানভাসি করার নয়া ছক ইসলামাবাদের

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর হাতে আসেনি, তাই সেই কাশ্মীরের মানুষকেই বানভাসি করে তাঁদের বিপন্ন করতে হবে, .. এমনই ভাবধারা নিয়ে পাকিস্তান যে চলছে ,তা আবারও স্পষ্ট হল। লাদাখে ভারত যখন চিনের দানবীয় আগ্রাসনের সঙ্গে লড়ছে, তখন পাকিস্তান কাশ্মীর সীমান্তকে ব্যস্ত করতে তৎপর। একনজরে দেখে নেওয়া যাক ইসলামাবাদের নয়া প্যাঁয়তারা ।

ইসলামাবাদের নয়া প্যাঁচ

ইসলামাবাদের নয়া প্যাঁচ

পাকিস্তানের গিলগিট বালতিস্তানে ডিমার বাসা নদী বাঁধ তৈরি নিয়ে পাকিস্তান ও ভারত প্রবল দ্বন্দ্বে। এই বাঁধ নির্মাণ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে তার বিরোধিতা করেছে ভারত। ভারতের দাবি, এই বাঁধ নির্মিত হলে, জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ ভূভাগ ভেসে যাবে।

কোন এলাকা ভাসতে পারে ?

কোন এলাকা ভাসতে পারে ?

ভারত জানিয়েছে , গিলগিট বালতিস্তানে চিলাসের কাছে সিন্ধুনদে এই বাঁধ পাকিস্তান নির্মাণ করলে, শুধু কাশ্মীরই ভাসবে না , তার সঙ্গে লাদাখও ভেসে যাবে। ফলে পাকিস্তানের এমন উদ্যোগের ভারত তীব্র বিরোধিতা করেছে।

ভারতের ভূখণ্ডে পাকিস্তান?

ভারতের ভূখণ্ডে পাকিস্তান?

ভারত আগেই জানিয়েছে যে , গিলগিট বালতিস্তান ভারতের অংশ। এলাকা নিয়ে পাকিস্তান দাবি করলেও, একাধিক ঐতিহাসিক নথি, তথ্য বলছে এই এলাকা ভারতের। আর সেই পথেই ভারত জানিয়েছে যে, এভাবে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তান এমন বাঁধ নির্মাণ করতে পারে না।

চিন-পাকিস্তানের যোগসাজশ

চিন-পাকিস্তানের যোগসাজশ

এদিকে, জানা গিয়েছে যে , পাকিস্তানের এমন বাঁধ নির্মাণের উদ্যোগের অন্যতম মেরুদণ্ড চিন। চিনের তৎপরতাতেই এই প্রজেক্ট পাকিস্তান এগিয়ে নিয়ে যাচ্ছে। উল্লেখ্য, পাকিস্তানের এই প্রজেক্ট ৪৪২ বিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হয়েছে। ই প্রজেক্টের জেরে পাকিস্তানের ১৬০০ জনের কর্মসংস্থান হবে। জানা গিয়েছে ২০২৮ সালে এই বাঁধের কাজ শেষ হবে। যার হাত ধরে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় বিদ্য়ুৎ পৌঁছে যাবে।

বেজিংকে কড়া বার্তা দিয়েই লাদাখমুখী রাজনাথ সিং! এলএসি ইস্যুতে ফের কোন পথে ভারত-চিন সম্পর্ক?বেজিংকে কড়া বার্তা দিয়েই লাদাখমুখী রাজনাথ সিং! এলএসি ইস্যুতে ফের কোন পথে ভারত-চিন সম্পর্ক?

English summary
Amid Ladakh Row Pakistani Conspires to submerge Jammu and kashmir with Dam Water
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X