For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের ভূখণ্ডে ভারতীয় সেনা! ফুঁসছে বেজিং, উঠে আসছে কোন অভিযোগ?

Google Oneindia Bengali News

শান্তি আলোচনার অলিন্দে যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে লাদাখে তার আঁচ পাওয়া যাচ্ছিল গত কয়েকদিন ধরেই। এই আবহেই সোমবার রাতে লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষ৷

সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিনজন

সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিনজন

সেনা সূত্রে খবর, সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিনজন৷ যার মধ্যে এক আধিকারিক ও দু'জন জওয়ান রয়েছেন৷ সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারত-চিন সেনার হাতাহাতিতে দু'পক্ষই হতাহত হয়েছে৷ সেনাসূত্রে খবর, ভারতীয় সেনাকর্মীদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়নি৷ চিনা জওয়ানদের সঙ্গে হাতাহাতিতে মৃত্যু হয়েছে৷

 সীমান্ত পার করে চিনাদের উপর হামলা চালায় ভারত

সীমান্ত পার করে চিনাদের উপর হামলা চালায় ভারত

এদিকে, বেজিংয়ের অভিযোগ, সীমান্ত পার করে চিনাদের উপর হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এরই মধ্য়ে ঝামেলা বাধানো থেকে বিরত থাকতে বলে ভারতকে পাল্টা সতর্কবার্তা দেয় চিন। চিনের অভিযোগ, ভারত সীমান্ত পার করে দুই বার চিনা ভাগে চলে আসে। এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয় বলে জানায় চিনের অর্থমন্ত্রী। এরপর ভারতকে সতর্ক করে দিয়ে উত্তেজনা না বাড়ানোর জন্য বলা হয় চিনের তরফে।

নিহত হয় পিপলস লিবারেশন আর্মির ৫ সদস্য

নিহত হয় পিপলস লিবারেশন আর্মির ৫ সদস্য

শেষ পাওয়া খবর অনুযায়ী, দু'পক্ষের সেনা আধিকারিকরা ঘটনাস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এদিকে চিনা সেনার হামলার জবাব দেয় ভারতীয় সেনাও। ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছে যে ভারতীয় সেনার হাতে নিহত হয় পিপলস লিবারেশন আর্মির ৫ সদস্যও।

সেনা প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক রাজনাথের

সেনা প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক রাজনাথের

এদিকে এই পরিস্থিতি সামনে আসতেই জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সিডিএস বিপিন রাওযাত ও তিন বাহিনীর প্রধান এই বৈঠকে উপস্থিত। উপস্থিত রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।

<strong>লাদাখে চিন-ভারতের সংঘর্ষের ঘটনায় বদলার দাবি অধীর চৌধুরীর! কী বললেন কংগ্রেস নেতা?</strong>লাদাখে চিন-ভারতের সংঘর্ষের ঘটনায় বদলার দাবি অধীর চৌধুরীর! কী বললেন কংগ্রেস নেতা?

English summary
Amid India china faceoff in ladakh Chinese minister alleged that Indian army crossed lac twice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X