For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মাঝেই ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের হানা পাকিস্তানে! নাজেহাল ইমরান প্রশাসন

Google Oneindia Bengali News

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে করোনাভাইরাস আক্রান্ত ও মৃতের হার অনেক বেশি। এই অঞ্চলের অন্য দেশগুলো করোনা মোকাবিলায় লকডাউনের নীতি নিলেও পাকিস্তান সে পথে যায়নি। ফলে লকডাউন করা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার মতো দেশগুলো প্রাণহানী এড়াতে পারলেও, তা করতে ব্য়র্থ হয় ইমরানের দেশ।

পাকিস্তানে পঙ্গপাল হানা

পাকিস্তানে পঙ্গপাল হানা

জানা যাচ্ছে করোনার এই আবহেই সেদেশে এবার পঙ্গপাল বাহিনীর হামলা হতে চলেছে। এর আগে গতবছর নভেম্বরেও পঙ্গপালের হামলায় তিতিবিরক্ত পাকিস্তানের করাচি শহরের মানুষ। এই পরিস্থিতিতে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। যার ফলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে সেদেশে। তাই পঙ্গপালের হানা রুখতে কোমর কষছে ইমরান প্রশাসন।

ইমরান প্রশাসনের দাবি

ইমরান প্রশাসনের দাবি

খাদ্য সুরক্ষা মন্ত্রী সৌয়দ ফাকর ইমাম বলেন, 'আমরা নিশ্চিত যে এই পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সমর্থ হব।' যদিও সেদেশের সরকারের এই দাবিতে খুব একটা মন গলছে না পিপিপি-র বিলাওয়াল ভুট্টোর।

ইমরানের বিরুদ্ধে ভুট্টোর তোপ

ইমরানের বিরুদ্ধে ভুট্টোর তোপ

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন যদি এবারও পঙ্গপালের এই সমস্যা মেটাতে সরকার ব্যর্থ হয় তবে দেশে দূর্ভিক্ষ দেখা দেবে। প্রসঙ্গত, এর আগে চিন থেকে হাঁস এনে পঙ্গপালের হানা আটকানোর চেষঅটা করেছিল পাকিস্তান।

পাকিস্তানের করোনা পরিস্থিতি

পাকিস্তানের করোনা পরিস্থিতি

পাকিস্তানে প্রতিদিনই বা়ড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৮১ জন। এই অবস্থায় ভারতের মত লকডাউন চলছে পাকিস্তানেও। যার ফলে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। লকডাউনের কারণে পাকিস্তানে ১ কোটি ৮০ লক্ষেরও বেশি মানুষ কর্মহীন হয়ে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান মন্ত্রিসভার এক ক্ষমতাশালী মন্ত্রী।

English summary
Amid COVID-19 outbreak, Pak govt prepares to tackle locust crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X