For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আতঙ্কের মাঝেও 'কাশ্মীর' ভুলতে পারছেন না ইমরান! ভারতের বিরুদ্ধে নয়া প্যাঁচ ইসলামাবাদের

করোনার আতঙ্কের মাঝেও 'কাশ্মীর' ভুলতে পারছেন না ইমরান! ভারতের বিরুদ্ধে নয়া প্যাঁচ ইসলামাবাদের

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে যখন গোটা বিশ্ব সন্ত্রস্ত, তখনও কাশ্মীর ইস্যু নিয়ে নাছোড়বান্দা ইমরান সরকার। করোনার আতঙ্কের মাঝে যখন সার্কভূক্ত দেশগুলির বৈঠক চলেছে আপৎকালীন পরিস্থিতিতে তখনও ইমরান খানের প্রতিনিধি সেখানে কাশ্মীর ইস্যু উত্থাপন করে সকলকে চমকে দেন! এবার ভারতের বিরুদ্ধে নয়া প্যাঁচ কষে ইসলামাবাদ বড় পদক্ষেপ নিল।

ফের রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু

ফের রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু

গোটা বিশ্ব যখন একযোগে করোনার বিরুদ্ধে লড়ছে, তখন ভারতের বিরুদ্ধে লড়াইয়ের রাস্তা ছাড়ছে না পাকিস্তান। এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কাশ্মীরের ডমিসাইল আইন নিয়ে রাষ্ট্রসংঘের কাছে দরবার করে বসল ইমরান খানের সরকার।

 পাকিস্তানের দাবি কী?

পাকিস্তানের দাবি কী?

পাকিস্তানের বিদেশমন্ত্রী মহমুদ কুরেশি রাষ্ট্রসংঘের নিরপত্তা পরিষদকে জানিয়েছেন, বিশ্ব যখন করোনার দিকে নজর দিয়েছে, তখন সকলের সেই নজর সরানোর সুযোগে ভারত কাশ্মীরের জনগণকে নিয়ে নিজের মতো করে ছক কষছে। কাশ্মীরের জনতাকে নিয়ে পরিবর্তন ভারত ঘটাতে চইছে বলে অভিযোগ করা হচ্ছে।এই মর্মে ভারতের বিরুদ্ধে কাশ্মীরের ডমিসাইল আইন নিয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছেন কুরেশি।

 স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণা কাশ্মীরের ডমিসাইল অ্যাক্ট নিয়ে

স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণা কাশ্মীরের ডমিসাইল অ্যাক্ট নিয়ে

এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয় যে জম্মু ও কাশ্মীরের মতো কেন্দ্রশাসিত অঞ্চলের বৈধ বাসিন্দা হিসাবে বিবেচিত হবেন, তা নির্ধারণে নয়া নিয়ম জারি হবে। নতুন আইন বলছে, গত ১৫ বছর ধরে জম্মু ও কাশ্মীরে যাঁরা বসবাস করছেন, বা সাত বছর ধরে সেখানে যাঁরা পড়াশোনা করছেন, সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া হিসাবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছেন, তাঁরা কেন্দ্র শাসিত অঞ্চলের নাগরিকের মর্যাদা পাবেন।

 পাকিস্তানের অভিযোগ

পাকিস্তানের অভিযোগ

পাকিস্তানের দাবি, ভারত জুড়ে হিন্দুত্বের প্রচার করছে সরকার। আর সেই হিন্দুত্বের আওতাতেই কাশ্মীরের বিভিন্ন এলাকায় যাতে সেই হিন্দুত্বের বাবধারা ছড়িয়ে দিতেই নতুন ডমিসাইল অ্যাক্ট ভারত লাগু করেছে বলে দাবি পাকিস্তানের বিদেশমন্ত্রীর। ঠিক যে সময় পাকিস্তান করোনার প্রবল দংশনে আক্রান্ত, ঠিক সেই সময় পাকিস্তানের তরফে রাষ্ট্রসংঘে পাঠানো এই চিঠি রীতিমতো তোলপাড় করছে ।

বিজেপি বিধায়ক তৃণমূলের পাশে! করোনার আতঙ্কের মধ্যেই দেখা গেল আশ্চর্য সমীকরণ বিজেপি বিধায়ক তৃণমূলের পাশে! করোনার আতঙ্কের মধ্যেই দেখা গেল আশ্চর্য সমীকরণ

English summary
Coronavirus update ,Amid Coronavirus crisis, Imran Khan rushes back to UNSC over Kashmir .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X