For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে ওয়াশিংটনের রাস্তায় আমেরিকার মহিলারা

Google Oneindia Bengali News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নামল আমেরিকার মহিলারা। এই নিয়ে সেদেশে এটি চতুর্থ এরকম ট্রাম্প বিরোধী মিছিল। শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রাজপথে 'উইমেন মার্চ বা নারী পদযাত্রা ২০২০' এ অংশ নেন হাজারেরও বেশি মহিলা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে ওয়াশিংটনের রাস্তায় আমেরিকার মহিলারা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহিলাদ্বেষী বিভিন্ন মন্তব্য, যৌন নিপীড়নমূলক ভাষা ব্যবহার ও নারীদের খাটো করে দেখার প্রবণতার বিরোধিতা করছেন এই মহিলারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তাই ট্রাম্প সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টির লক্ষ্যেই মহিলাদের এই প্রতিবাদ। তবে, শুধু মহিলারাই নয়, মিছিলে তাদের সঙ্গে ছিলেন একই মতবাদ পোষণ করা পুরুষরাও।

আন্দোলনকারীদের দাবি, ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ উঠেছে, যা অতীতে আর কোনও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ছিল না। ট্রাম্প সরকারের আমলেই মহিলারা সবচেয়ে নিরাপত্তহীনতায় দিন কাটাচ্ছে। ট্রাম্পবিরোধী নারী প্রতিবাদ 'উইমেন মার্চ' শুরু হয় ২০১৭ সালে। ডোনাল্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পর যুক্তরাষ্ট্রের নারীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেন। প্রায় দুই লক্ষ মহিলার সেই মিছিলে ট্রাম্পকে দেওয়া হয়েছিল প্রত্যাখান বার্তা। ঘটনার চতুর্থ বর্ষপূর্তিতে আবারও নারীরা ট্রাম্প সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন।

উইমেন মার্চে অংশ নেওয়া নারীরা নিজেদের অধিকারের বিষয়গুলো সামনে নিয়ে আসেন। মহিলা-পুরুষের বেতনের ক্ষেত্রে সমতা, মাতৃত্বকালীন ছুটির নীতিমালা পরিবর্তনের ব্যাপারেও দাবি জানান তারা। আন্দোলনের আসা একজন মহিলার লিন্ডা ওয়েব নারীদের সমতার দাবি জানিয়ে বলেন, 'ট্রাম্প সরকার নারীদের অধিকার নিশ্চিত করতে পারেনি। তাই আমরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছি। ভবিষ্যতে নারীদের যেন বৈষম্যের শিকার হতে না হয় সেজন্য এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

English summary
american women march in protest of donald trump in washington
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X