For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়াকে দমাতে ৮৫০০ সেনা মোতায়েন করল রাশিয়া

Google Oneindia Bengali News

রাশিয়া বারবার বলছে ইউক্রেন দখলের তাদের কোনও পরিকল্পনা নেই। এদিকে ইউক্রেন সীমান্তে তারা প্রায় ১০ হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে। পরিস্থিতি এমন যেন এই বুঝি যুদ্ধ লাগল বলে। এই আশঙ্কায় প্রস্তুতি নিল মার্কিন যুক্তরাষ্ট্রও।

রাশিয়াকে দমাতে ৮৫০০ সেনা মোতায়েন করল রাশিয়া

পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইউক্রেনে প্রায় ৮,৫০০ মার্কিন সেনা মোতায়েন করছে আমেরিকা। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেছেন, 'যুদ্ধ ঘোষণা না করলেও ইউক্রেন সীমান্ত থেকে এখনই সৈন্য সরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা নেই রাশিয়ার। তাই আমরাও ওখানে সেনা মোতায়েন করলাম'।

ইউক্রেন সীমান্তে মার্কিন সৈন্য মোতায়েনের জন্য প্রেসিডেন্ট বাইডেন, ইউরোপ ও ন্যাটোর নেতাদের প্রায় মধ্যে প্রায় ঘন্টা দেড়েকের বৈঠকও হয়। ওই বৈঠকের পর ন্যাটোর তরফে জানানো হয়, পূর্ব ইউরোপকে জাহাজ ও যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করবে তারা।

ব্রিটেন জানিয়েছে, ইউক্রেন দূতাবাসে যারা কর্মরত, তাঁদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যে কোনও সময়ে যুদ্ধ ঘোষণা করতে পারে। ইউক্রেনে বসবাসকারী মার্কিন নাগরিকদেরও দেশে ফেরার আর্জি জানিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকেন মুখপাত্র জন কিরবাই জানিয়েছেন, আমাদের বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে কারণ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের ৪০ হাজার বাহিনী সেনা মোতায়েন করার হয়েছে। তাই সবধরনের পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই সিদ্ধান্ত । খুব অল্প সময়ের মধ্যে সেখানে সেনা দরকার হতে পারে। তাই প্রস্তুতি সেরে রাখতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র।

কিরবাই এও জানিয়েছেন, 'ন্যাটোর পূর্বদিকের অংশকে আশ্বস্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি জো বাইডেনের অনুমতি দেওয়ার পর প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। '

কিরবাই আরও বলেছেন, 'সেনাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে তবে সরকারিভাবে এখনও সেনা মোতায়েন করা হয়নি। সেনা বাহিনীর পাশাপাশি অতিরিক্ত ব্রিগেড কমব্যাট দল, লজিস্টিক কর্মী, চিকিৎসা সহায়তা, বিমান চলাচল সহায়তা, গোয়েন্দা তথ্য, নজরদারি এবং পুনরুদ্ধার নিয়েও প্রস্তুতি সেরে রাখা হয়েছে।' এদিকে বাইডেন প্রশাসন এও বলেছে, কিয়েভ এবং মস্কোর মধ্যে যুদ্ধ হলে আমেরিকা ইউক্রেনে সৈন্য পাঠাবে না। তবে রাশিয়া যদি ইউক্রেন দখলের চেষ্টা করে তখন মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরোধিতা করবে।

English summary
America ready to fight against Russia, as tension rises over Ukraine border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X