For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকা নির্বাচন ২০২০: সুপ্রিম কোর্টে ট্রাম্প সমর্থিত ফল বদলানোর মামলা খারিজ

আমেরিকা নির্বাচন ২০২০: সুপ্রিম কোর্টে ট্রাম্প সমর্থিত ফল বদলানোর মামলা খারিজ

  • By Bbc Bengali

ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন
Getty Images
ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন

যুক্তরাষ্ট্রের চারটি স্টেটের নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে করা মামলা খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

এই সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্য এই মামলাটি করে।

সেখানে বলা হয় জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের নির্বাচনের ফলাফল বৈধ না।

এই চারটি স্টেটে জো বাইডেন বিজয়ী হয়েছেন।

এই মামলাটিতে ১৯ টা স্টেটের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১২৭ জন রিপাবলিকান সদস্যের সমর্থন রয়েছে।

কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার কারণ হিসেবে বলেছে টেক্সাসের কোন আইনি সক্ষমতা নেই মামলাটি করার।

আদালত বলেছেন "যখন অন্য একটি স্টেট তাদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোন বিচারিক আগ্রহ থাকতে পারে না"।

এই আদেশ মি.ট্রাম্পের জন্য আরো একটা ধাক্কা।

কারণ এর আগে তিনি কোন তথ্য প্রমাণ ছাড়াই বলেছিলেন নভেম্বরের নির্বাচনের ফলাফল সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে পেনসিলভানিয়াতে জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করে আদালত।

নির্বাচনের পর থেকেই মি. ট্রাম্প এবং তার সমর্থকরা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কয়েক ডজন মামলা করেছে।

কিন্তু কোনটায় জো বাইডেনের জয়কে উল্টে দেয়ার কাছাকাছি আসতে পারেনি।

মার্কিন ইলেকট্রোরাল কলেজ ভোটে ডেমোক্রাটিক প্রার্থী জো বাইডেন মি. ট্রাম্পকে ৩০৬-২৩২ হারিয়ে দেন।

মি. বাইডেন দেশব্যাপী মি. ট্রাম্পের চেয়ে ৭০ লক্ষ ভোট বেশি পান।

বিবিসি বাংলায় আরো পড়ুন:

মরক্কো-ইসরায়েল চুক্তি: উত্তর আফ্রিকায় নতুন সংঘাত-দলাদলির রেসিপি

করোনা ভাইরাস : আগামী ফেব্রুয়ারিতে বইমেলা হবে অনলাইনে

মুজিব ভাস্কর্য: ইসলামপন্থীদের আলোচনার প্রস্তাবে সরকার রাজি

বাংলাদেশ থেকে শিলিগুড়ি যাওয়ার রেলপথ চালু হতে যাচ্ছে

English summary
America Election 2020 : Supreme Court not accept Donald Trump's petition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X