আমাজন জুড়ে দানবীয় আগুনের থাবা! রাষ্ট্রসংঘ থেকে বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়ছে
ক্রমেই উঠে আসছে আগুনের লেলিহান শিখা। আর 'উন্নততর' এই বিশ্বের কোনও ক্ষমতা বলেই রোখা যাচ্ছে না আমাজন জঙ্গলের ভয়াবহ আগুন। ক্রমেই আগুনের গ্রাস চলে যাচ্ছে আমাজনের সবুজ। দানবীয় আগুন কেড়েছে বহু পশুপাখীর প্রাণ। মনে করা হয় বিশ্বের ২০ শতাংশ অক্সিজেন তৈরি হয় আমাজন জঙ্গলে। আর সেই জঙ্গলের আগুন ঘিরে রীতিমতো শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব জুড়ে প্রশ্ন, তাহলে কি এবার সত্যিই সংকটের দিকে এগোচ্ছে মানব সভ্যতা?

আমাজনের আগুন নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুয়েতেরেস। রাষ্ট্রসংঘ বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বেগে রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে, এমন এক পরিস্থিতিতে ব্রাজিল প্রশাসনের ওপর ক্ষোভ গিয়ে পড়ছে বিশ্ব জুড়ে। ব্রাজিলের প্রশাসন কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না , তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ারা বোলসোনারোর দাবি, আমাজনের ভয়াবহ আগুনের নেপথ্যে রয়েছে এনজিওগুলি। সরকারের ভবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এনজিওরাই এমন কাজ ঘটিয়েছেন। পাশাপাশি তাঁর ক্ষোভ গিয়ে পড়েছে পরিবেশবিদদের এপরেও।
প্রসঙ্গত, এবছরের প্রথম আট মাসের মধ্যে ব্রাজিলে মোট ৭৩০০০ জঙ্গলে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। ২০১৩ সালের পর এই প্রথম ব্রাজিলে এতগুলি দাবানলের ঘটনা সামনে এসেছে। প্রশ্ন উঠছে এরপরেও কেন ব্যবস্থা নিচ্ছে না ব্রাজিল সরকার? এদিকে, পরিবেশ বিদদের দাবি, অ্যামাজনের আশপাশ থেকে বহুদিন ধরেই প্রবল পরিমাণে জঙ্গল নিধন চলছিল। আর সেই বিষয়েও ব্রাজিল সরকার কোনও ব্যবস্থা নেয়নি।