For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেখ হাসিনার ভারত সফর! তিস্তা চুক্তি নিয়ে অগ্রগতির আশা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভারত সফরে তিস্তা চুক্তি না হলেও অগ্রগতি হবে। এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভারত সফরে তিস্তা চুক্তি না হলেও অগ্রগতি হবে। এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে বেশি ভাল। চুক্তি হতে পারে যে কোনও সময়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের আধুরিয়া এলাকায় ভুলতা উড়ালসড়কের সাইট অফিসে ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসনে করণীয়বিষয়ক সভায় তিনি এই মন্তব্য করেছেন।

শেখ হাসিনার ভারত সফর! তিস্তা চুক্তি নিয়ে অগ্রগতির আশা

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় গেছেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। ফলাফল সম্পর্কে সঠিক বলতে না পারলেও এই সফরে তিস্তা চুক্তি না হলেও অগ্রগতি হবে বলে আশাবাদী মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মায়ানমার একদিকে বাংলাদেশে স্রোতের মতো রোহিঙ্গা পাঠিয়েছে, অন্যদিকে এর সঙ্গে সুনামির মতো মাদক বাংলাদেশে ঢুকেছে। মায়ানমার শুধু রোহিঙ্গা পাঠায়নি, ইয়াবাও পাঠিয়েছে। কাজেই তাদের সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ প্রতিরোধ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি। তিনি বলেছেন, দেশে কাউকেই ছাড় দেওয়া হয়নি। সে যে-ই হোক। অভিযোগ যদি তদন্তে প্রমাণিত হয়, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। তিনি যেই হন, যেই জায়গায় থাকেন, জনপ্রতিনিধি হন, নেতা হন, বড় রাজনীতিক হন-কাউকে ছাড় দেওয়া হবে না।

যানজটের বিষয়ে মন্ত্রী পুলিশদের কঠোর হওয়ার নির্দেশ দিয়ে বলেন, যখনই কোনো সড়ক মহাসড়কে যানজট পরিস্থিতি সৃষ্টি হয়, তখন উল্টো পথে যাতে কোনও গাড়ি আসতে না পারে। উল্টো পথে তার গাড়ি এলেও যাতে জরিমানা করা হয়, সেই বিষয়েও বলেছেন তিনি।

English summary
Although there is no agreement, progress will be made on Teesta during Sheikh Hasina's visit to India, says Bangladesh Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X