For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালকেল্লা নিয়ন্ত্রণ! পাকিস্তান হবে সুপার পাওয়ার, মন্ত্রীর মন্তব্যে চাঞ্চল্য

পাকিস্তান শুধু তাদের চারটি প্রদেশই নিয়ন্ত্রণ করবে না, ভারতের লালকেল্লাও তারাই নিয়ন্ত্রণ করবে।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান শুধু তাদের চারটি প্রদেশই নিয়ন্ত্রণ করবে না, ভারতের লালকেল্লাও তারাই নিয়ন্ত্রণ করবে। কাশ্মীর নিয়ে বলতে গিয়ে পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদি বলেছিলেন চারটি প্রদেশ সামলাতে পারছে না পাকিস্তান। এরই প্রেক্ষিতে ইমরানের দলের মন্ত্রী আলি মহম্মদ খান ওই মন্তব্য করেছেন। সংবাদ সংস্থা এমনটাই জানিয়েছে।

শাহিদ আফ্রিদির কটাক্ষ

শাহিদ আফ্রিদির কটাক্ষ

ব্রিটিশ পার্লামেন্টে ছাত্রদের এক অনুষ্ঠানে আফ্রিদি বলেছিলেন, পাকিস্তান কাশঅমীর চায় না। নিজেদের চারটি প্রদেশই পাকিস্তান সামলাতে পারছে না, কাশ্মীর সামলামে কী করে। আফ্রিদির এই ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপরেই পাকিস্তানে বিতর্ক দেখা দেয়।

শ্রীনগরে পাকিস্তানের পতাকা

শ্রীনগরে পাকিস্তানের পতাকা

পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমে খবর, সেদেশের সংসদীয় বিষয়কমন্ত্রী শ্রীনগর পাকিস্তানের। যখন ভারত-পাকিস্তানের ক্রিকেট খেলা হয়, তখন প্রত্যেক কাশ্মীরির হাতে থাকে পাকিস্তানের পতাকা। স্লোগানও তোলেন পাকিস্তানের সমর্থনে। কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।

সুপার পাওয়ার পাকিস্তান

সুপার পাওয়ার পাকিস্তান

ইমরানের দলের মন্ত্রী আলি মহম্মদ খানের দাবি, একদিন আমেরিকাকে সরিয়ে পাকিস্তান সুপার পাওয়া হবে। সেই সময় চারটি প্রদেশের বেশিই সামলাবে দেশ। মন্তব্য করেছেন ওই মন্ত্রী।

যত দোষ ভারতীয় মিডিয়ার

যত দোষ ভারতীয় মিডিয়ার

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আফ্রিদি অবশ্য দোষ চাপিয়েছেন ভারতীয় মিডিয়ায় ওপর। তিনি বলেছেন, নিজের দেশকে তিনি জানেন এবং কাশ্মীরের জনগণের সংগ্রামকে তিনি সমর্থন করেন।

English summary
Along with provinces, Pak will control Red Fort, claims Imran Khan's minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X