For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার নতুন প্রজাতি এক্সই, কতটা উদ্বেগজনক, ঝুঁকি কতটা রয়েছে সব জানুন এক ঝলকে

করোনার নতুন প্রজাতি এক্সই, কতটা উদ্বেগজনক, ঝুঁকি কতটা রয়েছে সব জানুন এক ঝলকে

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ মহামারি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই ভারত সহ বিশ্বের একাধিক দেশে কোভিড বিধি একপ্রকার তুলে নেওয়া হয়েছে। তবে নতুন করে আশঙ্কার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। নতুন কোভিড–১৯ ভ্যারিয়ান্ট নিয়ে সতর্কতা জারি করেছে হু। এই ভ্যারিয়ান্টের নাম এক্সই ভ্যারিয়ান্ট, যা করোনা ভাইরাসের আগের দুই প্রজাতি ওমিক্রনের উপপ্রজাতি বিএ.‌১ ও বিএ.‌২–এর সংমিশ্রণ। এই দুই উপপ্রজাতির সংমিশ্রণে তৈরি নতুন ভ্যারিয়ান্ট বেশ উদ্বেগের বলে জানিয়েছেন হু–এর বিশেষজ্ঞরা। তবে কি এটা চতুর্থ কোভিড ওয়েভ আসার ইঙ্গিত, উদ্বেগে বিশেষজ্ঞরা।


ব্রিটেনে প্রথম সনাক্ত

ব্রিটেনে প্রথম সনাক্ত

হু-এর রিপোর্টে বলা হয়েছে, এই এক্সই প্রথম সনাক্ত হয় ১৯ জানুয়ারি ব্রিটেনে এবং এখনও পর্যন্ত ৬০০টি এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিত ভাবে চিহ্নিত করা গিয়েছে। হু-এর মতে, নতুন এই ভ্যারিয়ান্ট বিএ.‌২ উপপ্রজাতির চেয়ে হয়ত‌ বেশি সংক্রামক। তবে বিশ্ব স্বাস্থ্য সংগঠন জানিয়েছে যে সংক্রমণ এবং রোগের বৈশিষ্ট্যগুলির মধ্যে তীব্রতা সহ উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। যদিও এই প্রজাতির মারণক্ষমতা কম বলেই জানা গিয়েছে।

উপসর্গ ও লক্ষণ কী তা এখনও জানা যায়নি

উপসর্গ ও লক্ষণ কী তা এখনও জানা যায়নি

নতুন এই স্ট্রেনের ওপর এখনও খুব কাছ থেকে নজরদারি চালাচ্ছে হু-এর বিশেষজ্ঞরা। এখনও এই সংক্রমণ সম্পর্কে সেভাবে কিছু জানা যায়নি। হু-এর রিপোর্টে বলা হয়েছে, '‌হু ক্রমাগত এই প্রজাতির ওপর নজরদারি চালাচ্ছে এবং অন্যান্য সার্স-কোভ-২ ভ্যারিয়ান্টের সঙ্গে রিকম্বিন্যান্ট ভ্যারিয়ান্ট যুক্ত জনস্বাস্থ্যের ঝুঁকি মূল্যায়ন করা হবে এবং আরও প্রমাণ পাওয়া গেলে এ সম্পর্কে আপডেট প্রদান করা হবে।'‌

 সতর্কতা ও চিকিৎসা

সতর্কতা ও চিকিৎসা

এক বিবৃতিতে, হু জানিয়েছে যে তাদের বিশেষজ্ঞরা এই উপসংহারে পৌঁছেছে যে অনুমোদিত কোভিড ভ্যাকসিনগুলির টিকাকরণ তীব্র রোগ ও ওমিক্রন ভ্যারিয়ান্টের ফলে মৃত্যুর হারকে উচ্চ মাত্রায় প্রতিরোধ প্রদান করে। এর পাশাপাশি মাস্ক পরা ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।

জনবহুল এলাকা ও অনুষ্ঠান এড়িয়ে চলুন

জনবহুল এলাকা ও অনুষ্ঠান এড়িয়ে চলুন

বুস্টার ডোজ গ্রহণ আপনার গুরুতর রোগ বা অসুস্থতা থেকে সুরক্ষা মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাই কোভিড টিকাকরণের পর বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে জনবহুল এলাকা বা ভিড় রয়েছে এমন অনুষ্ঠা বা ইভেন্ট এড়িয়ে চলাই ভালো।

কোভিড বুস্টার ডোজ কি নিউ নর্মাল?‌ মহামারি পরবর্তী বিদেশ ভ্রমণের সময় যে বিষয়গুলো বিবেচনা করতে হবে

হু-এর পক্ষ থেকে যদিও বলা হয়েছে যে তারা এক্সই-এর ওপর নজরদারি চালাচ্ছে এবং এতে জনস্বাস্থ্যের ঝুঁকি কতটা রয়েছে তাও পরীক্ষা করার পর সেই তথ্য মানুষের সঙ্গে শেয়ার করবে। হু আরও জানিয়েছে যে তারা আরও একটি যৌথ মিশ্রণ ভ্যারিয়ান্ট,যা এক্সডি নামে পরিচিত, তার ওপরও নজরদারি চালাচ্ছে। এটি ডেল্টা ও ওমিক্রনের হাইব্রিড রূপ। এই প্রজাতিটি অধিকাংশ পাওয়া গিয়েছে ফ্রান্স, ডেনমার্ক ও বেলজিয়ামে।

পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ৮ টাকা! পাঁচ রাজ্যের ভোট-শেষে জ্বালানি যন্ত্রণা অব্যাহতপেট্রোল-ডিজেলের দাম বাড়ল ৮ টাকা! পাঁচ রাজ্যের ভোট-শেষে জ্বালানি যন্ত্রণা অব্যাহত

English summary
all you need to know about new coronavirus variant xe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X