১৬ দিন ধরে জলবন্দি গুহায়, দেখুন ধাপে ধাপে কীভাবে চলছে উদ্ধারের কাজ
১০ দিন নিখোঁজ থাকার পর গত ৩ জুন থাইল্যান্ডের থাম লুয়াং গুহা থেকে খোঁজ মিলেছিল ১২ জন কিশোর ফুটবলার ও তাদের ২৫ বছরের কোচের। রবিবার তাদের ৪ জনকে উদ্ধার করা গেলেও ভিতরে আটকে আছেন আরও ৯ জন। সোমবার সকাল থেকে উদ্ধারে বাধ সাধছে বৃষ্টি। তারমধ্যেই এলন মাস্কের পরামর্শ নিয়ে চলছে দ্বিতীয় দফার উদ্ধার কাজ। একনজরে দেখে নেওয়া যাক প্রথমদিন থেকে ধাপে ধাপে কিভাবে এগোল এই উদ্ধারকাজ।
|
নিখোঁজ ১৩
দলের নাম ওয়াইল্ড বোরস বা বুনো শুয়োর। ১১ থেকে ১৬ বছর বয়সী এই ১২ জন ফুটবলার ও তাদের ২৫ বছরের কোচ নিখোঁজ ছিলেন গত ২৩ জুন তারিখ থেকে।
|
বন্যাগ্রস্ত থাম লুং গুহার বাইরে তাদের ব্যাগ ও কিছু অন্যান্য জিনিসপত্র দেখে সন্দেহ করা হয়, তারা জলে ডোবা গুহার ভিতরে আটকে পড়েছেন। গুহার ভিতর ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি।
|
১৩, খুব ভাল!
৩ জুলাই রাত ১১ টা নাগাদ ব্রিটিশ ডুবুরিরা সন্ধান পান নিখোঁজ ১৩ জনের। ডুবুরিরা তাদের জিজ্ঞেস করেন, তারা সেখানে কতজন আছে। ১৩ জন শুনে ব্রিটিশ ডুবুরির উত্তর ছিল '১৩, খুব ভাল!' প্রত্যেকেই জীবিত ও সুস্থ জেনে গোটা থাইল্যান্ডই স্বস্তি পায়।
|
ফিফার আহ্বান
এই ১৩ জনের অবিশ্বাস্য় কাহিনী গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। ১২ জন ফুটবলার এবং তাদের কোচের আটকে পড়ার কাহিনী পৌঁছায় ফিফার কানেও। তারা এই ১৩ জনকেই চলতি বিশ্বকাপের ফাইনাল দেখার আহ্বান জানিয়েছে।
|
গুহা থেকে চিঠি
ডুবুরিদের দল গুহার ভেতর ওই ১৩ জনের কাছে পৌঁছে দেয় খাওয়ার জল, আলো ও ডাক্তারও। গুহার ভেতর থেকে পরিবারের লোকজনকে চিঠি পাঠায় খুদে ফুটবলাররাও। তাদের বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে চিঠি লেখেন তাদের কোচও।
|
উদ্ধারের বাধা
খোঁজ পাওয়ার পরও তাদের উদ্ধার করার বিষয়ে নানাবিধ সমস্যার সম্মুখিন হতে হয়।
|
শুরু প্রস্তুতি
কিন্তু তাই বলে বসে থাকলে তো চলবে না, শুরু হয় উদ্ধারকারীদের প্রস্তুতি। বাইরে থেকে গুহার ছাদে একের পর এক গর্ত খুড়ে গুহায় পর্যাপ্ত অক্সিজেনের পরিমাণ বজায় রাখা হয়।
|
শুরু হল অভিযান
সতর্কতা গ্রহণের পর রবিবার শুরু হয় মূল উদ্ধার অভিযান।
|
প্রথমে ২ জন
রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রথম ২ জনকে গুহার বাইরে আনা সম্ভব হয়।
|
রাজ উপস্থিতি
উদ্ধারকাজের তদারকি করতে ঘটনাস্থলে আসেন থাই রাজার বোন। তাঁর উপস্থিতি উদ্ধআরকারীদের বাড়তি উদ্যম দেয়।
|
উদ্ধার আরও ২
১ ঘন্টা পর নিমজ্জিত গুহা থেকে বের করে আনা হয় আরও দুইজনকে।
|
থাইল্যান্ডে খুশি
৪ জন উদ্ধারের খবরে গোটা থাইল্যান্ডেই খুশির আমেজ ছড়িয়ে পড়ে।
|
এলন মাস্কের কিড সাবমেরিন
প্রখ্য়াত প্রযুক্তিবিদ এলন মাস্ক শিশুদের উদ্ধারের জন্য কিড সাবমেরিন-এর পরামর্শ দেন।
|
বৃষ্টির বাধা
সোমবার সকাল থেকে উ্দধারের কাজ ফের শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই শুরু হয় বৃষ্টি।
|
দৃঢ়প্রতিজ্ঞ উদ্ধারকারীরা
বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা করেই উ্দধার এলাকায় আসেন উদ্ধারকারীরা।
|
মাস্কের পরামর্শে শুরু উদ্ধারের দ্বিতীয় দফা
সোমবার বৃষ্টি হওয়ায় উদ্ধারের কাজ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এদিন এলন মাস্কের পরামর্শ মেনে উদ্ধারকারীরাকিড সাবমেরিন-এর মতো করেই বাকি ৯ জনকে উদ্ধার করবেন বলে ঠিক করেছেন।
|
শুরু দ্বিতীয় দফা
সোমবার শুরু হয়েছে দ্বিতীয় দফার উদ্ধারের কাজ। আবার জলমগ্ন অন্ধকার গুহায় প্রবেশ করেছেন ডুবুরিরা।
|
৪ জনই সুস্থ
রবিবার বিকেলে উদ্ধার হওয়ার পর ৪ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ৪ জনের প্রত্যেকের শারীরিক অবস্থাই ভাল।