ইমরান খানের সঙ্গে পাক সেনা প্রধানের সম্পর্কে চিড়, জল্পনা বাড়ছে পাকিস্তানে
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সেনা প্রধান জেনারেল কামার বাজওয়ার সম্পর্কে চিড় ধরেছে। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানে। সূত্রের খবর সেনা প্রধানের সঙ্গে বৈঠকের পরেই ছুটিতে গিয়েছেন ইমরান খান। সেই বৈঠকের পরেই ইমরান তাঁর সব সরকারি কর্মসূচি বাতিল করে বানিগালার বাড়িতে ছুটি কাটাতে গিয়েছেন। জানা গিয়েছে ইমরান খানের স্বরাষ্ট্র এবং বিদেশনীতির একাধিক বিষয়ে অসন্তোষ প্রকাশ করে পাক সেনা প্রধান তাঁকে ছুটিতে পাঠিয়েছেন। যদিও পাক সেনার পক্ষ থেকে সব গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, পাক সেনার সঙ্গে কোনও মনোমালিন্য তৈরি হয়নি। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে সম্মান করে সেনা। সংবিধান মেনেই চলছে পাক সেনা। প্রধানমন্ত্রী সঙ্গে সেনা প্রধানের বৈঠক নতুন কোনও ঘটনা নয়। আর সব বৈঠক মিডিয়াকে জানানো হয় না। শেষ দুটি বৈঠকের খবর মিিডয়াকে দেওয়া হয়েছিল।
তবে পাকিস্তানের ইতিহাস বলে, সরকারের উপর সেনা বাহিনীর দাপট একটু বেশিই থাকে। সেনা বলে বলিয়ান হয়েই প্রেসিডেন্ট হয়েছিলেন পারভেজ মুশারফ। ইমরানের ক্ষমতায় আসার উপরেও সেনাবাহিনীর হাত রয়েছে। এটা আগেই শোনা গিয়েছিল। কার্তারপুর করিডর তৈরির সময় অমরিন্দর সিং দাবি করেছিলেন ইমরান প্রধানমন্ত্রী হওয়ার আগেই সিধু জানতেন এই করিডর তৈরির কথা। এর থেকেই প্রমাণিত হয় পাকিস্তানে সরকারের উপর সেনাবাহিনীর আধিপত্য কতটা রয়েছে।