For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আকাশবাণী রেডিও অনুষ্ঠান এখন পাকিস্তানেও শোনা যাবে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান এখন পাক অধীকৃত কাশ্মীর এবং তার পাশাপাশি পাকিস্তানের অন্যান্য কয়েকটি জায়গা থেকেও শোনা যাবে বলে জানা গিয়েছে। [নরেন্দ্র মোদীর স্বপক্ষ্যে কথা বলায় বালোচিস্তানে পানীয় জলে বিষ মেশাল পাকিস্তান সরকার!]

সম্প্রতি রেডিও সিগন্যাল ব্যবস্থাকে উন্নত করতে শক্তিশালী ৩০০ কেভি 'ডিজিটাল রেডিও মনডিয়াল' (ডিআরএম) ট্রান্সমিটার বসানো হয়েছে জম্মুতে। যার ফলে রেডিওর সিগন্য়ালের পরিধি অনেকটা বেড়ে গিয়েছে। [মিটিংয়ে ঘুমিয়ে পড়ায় সরকারি আধিকারিককে কামান দেগে উড়িয়ে দিলেন কিম জং উন!]

আকাশবাণী রেডিও অনুষ্ঠান এখন পাকিস্তানেও শোনা যাবে!

এর ফলে জম্মু রেডিও স্টেশন থেকে যেসকল অনুষ্ঠান সম্প্রচার হবে তা সীমানা ছাড়িয়ে পাকিস্তান থেকেও শোনা যাবে। ডিআরএম ট্রান্সমিশনের ফলে শব্দ অত্যন্ত স্পষ্ট হবে এবং সিগন্যালও অত্যন্ত শক্তিশালী হবে বলে আকাশবাণীর তরফে জানা গিয়েছে। [আমাজনে 'ফুটন্ত নদী'-র সন্ধান পেলেন বিজ্ঞানীরা!]

এর ফলে পাক অধীকৃত কাশ্মীর ছাড়াও প্রতিবেশী দেশের অন্য প্রদেশের মানুষও ভারতের রেডিও বার্তা শুনতে পারবেন। এর ফলে সেই দেশেও ভারতের অনুষ্ঠান জনপ্রিয়তা পাবে বলে মনে করা হচ্ছে। [১০১ বছর বয়সে কর্মজীবনে অবসর এক জাপানি বৃদ্ধের]

এর পাশাপাশি জম্মু ও কাশ্মীরের উধমপুরেও আর একটি রেডিও স্টেশন তৈরির ভাবনা রয়েছে। এটা বহুদিনের দাবি যা এখনও পূরণ হয়নি। সেবিষয়ে ভাবনাচিন্তা চলছে বলেই সূত্রের খবর। এখানে রেডিও স্টেশন হলে তা ৫৫ কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় রেডিও অনুষ্ঠান পৌঁছে দেবে। এটিও পাক অধীকৃত কাশ্মীর থেকে শোনা যাবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এর পাশাপাশি বালুচ ভাষায় সংবাদ সম্প্রচারের বিষয়েও বিশেষ নজর দিতে চলেছে কেন্দ্র। স্বাধীনতা দিবসের উদযাপনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালোচিস্তানের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপরে পাকিস্তান সরকারের অত্যাচর নিয়ে সরব হন। এরপর থেকেই বালুচ ভাষায় খবর বা অনুষ্ঠান বিশেষ গুরুত্ব পেয়েছে বলে মনে করা হচ্ছে।

English summary
All India Radio goes beyond Balochistan, can now be heard in parts of Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X