For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার ফুটবল দলের কোচ সহ ১২ জন কিশোর, শেষ হল রুদ্ধশ্বাস অভিযান

থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার ১২ জন কিশোর। এর আগে, রুদ্ধশ্বাস পরিস্থিতিতে চলে শেষ মুহূর্তের তৎপরতা। ইতিমধ্যেই ১৩ জনের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয় থাইল্যান্ডের থাম লুয়াং গুহা থেকে।

  • |
Google Oneindia Bengali News

রুদ্ধশ্বাস অভিযান শেষে মিলিল সাফল্য। থাইল্যান্ডের সেনাবাহিনীর চরম তৎপরতা ও সাহসীকতায় ভর করে উদ্ধার উদ্ধার ফুটবল দলের কোচ সহ ১২ জন কিশোর। থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া ১৩ জনের উদ্ধারের এই অভিযানের সাফল্যের খবর পেতে প্রহর গুনেছে গোটা বিশ্ব। এর আগে, রুদ্ধশ্বাস পরিস্থিতিতে চলে শেষ মুহূর্তের অভিযান। অভিযান চূড়ান্ত পর্যায় আসবার আগে কিছুক্ষণ আগে,১৩ জনের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয় থাইল্যান্ডের থাম লুয়াং গুহা থেকে। এরপরই আসে সুখবর। গুহা থেকে উদ্ধার করা হয় গোটা দলের সমস্ত সদস্যকেই।

থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার ১২ জন কিশোর

১১ তম উদ্ধার হওয়া কিশোর ওই গোটা দলটির মধ্যে সবচেয়ে ছোট। উদ্ধার হওয়া কিশোরের নাম চিনান উইবুনরুংগ্রুয়েং। এই শিশুর স্বাস্থ্যের পরিস্থিতি আপাতত ঠিক আছে বলে সূত্রের দাবি। টানা দু সপ্তাহ ধরে থাইল্যান্ডের ওই জলপূর্ণ গুহায় আটকে ছিল ১২ জনের ফুটবল দল। সঙ্গে আটকে তাঁদের কোচ। এই ১৩ জনকে উদ্ধার গত কয়েকদিন ধরে চলছে রুদ্ধশ্বাস অভিযান। আপাতত ১১ জন উদ্ধার হওয়ার পর আর ২ জনকে উদ্ধারের অপেক্ষায় গোটা বিশ্ব। উল্লেখ্য,সোমবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ উদ্ধারকাজ শুরু করা হয়। রবিবার যে ডুবুরিরা ৪ জনকে বের করে এনেছিলেন গুহার বাইরে, এদিনও উদ্ধারকাজে তাঁরাই মুখ্য ভূমিকা নেন। গত রাতে এবং এদিন সকালেও বৃষ্টি হয়েছে। তাতে গুহার ভিতরে জলস্তর বেড়ে গিয়ে উদ্ধারে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু, উদ্ধারকারীরা জানিয়েছেন গুহার ভিতরের অবস্থার বিশেষ হেরফের হয়নি।

English summary
all 12 boys are successfully rescued in thailand cave
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X