For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রগ্রহণের সময় চাঁদের চক্কর কাটছিল এলিয়েনরা! শক্তিশালী টেলিস্কোপে চাঞ্চল্যকর চিত্র সামনে

বিরল এক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থেকেছে পৃথিবী গতমাসের ৩১ তারিখ। সেদিন একইসঙ্গে পূর্ণিমা, ব্লু মুন ও ব্লাড মুন দেখা গিয়েছে। যা নিয়ে সারা পৃথিবীতে আগ্রহ ছিল। আর সেই সময়ে চাঁদের চক্কর কাটছিল এলিয়

  • |
Google Oneindia Bengali News

বিরল এক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থেকেছে পৃথিবী গতমাসের ৩১ তারিখ। সেদিন একইসঙ্গে পূর্ণিমা, ব্লু মুন ও ব্লাড মুন দেখা গিয়েছে। যা নিয়ে সারা পৃথিবীতে আগ্রহ ছিল। আর সেই সময়ে চাঁদের চক্কর কাটছিল এলিয়েনরা। এমনই ভিডিও ধরা পড়েছে শক্তিশালী টেলিস্কোপে। যা নিয়ে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে।

ইউএফও ম্যানিয়ার নতুন খোঁজ

ইউএফও ম্যানিয়ার নতুন খোঁজ

ইউএফও ও এলিয়েনদের নিয়ে গবেষণা ও খোঁজ চালানো ইউটিউব চ্যানেল ইউএফও ম্যানিয়া নতুন এক ভিডিও সামনে এনেছে। সেখানে দেখা যাচ্ছে, চন্দ্রগ্রহণের সময় চাঁদের চক্কর কাটছে এলিয়েনরা।

সারা পৃথিবীর চোখ

সারা পৃথিবীর চোখ

এই গ্রহণ নিয়ে সারা পৃথিবীতে আগ্রহ ছিল। বিভিন্ন দেশের উৎসাহী জনতা আকাশে চোখ রেখেছে সেদিন রাতে। তবে এখন এলিয়েন নিয়ে যে তথ্য সামনে আসছে তা নিঃসন্দেহে তাক লাগানোর মতো।

ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও

ইউএফও ম্যানিয়ার শেয়ার করা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে মনে করছেন, এটা নিঃসন্দেহে এলিয়েনদের থাকার বড় প্রমাণ।

ইউএফও-র প্রমাণ

ইউএফও-র প্রমাণ

ভিডিওতে দেখা যাচ্ছে, চাঁদের একেবারে গা ঘেষে একটি উজ্জ্বল বস্তু উড়ে চলে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন কোনও উড়ান মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়।

নাসাকে খোঁচা

নাসাকে খোঁচা

ইউএফও ম্যানিয়া মনে করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ইউএফও তথা বহির্বিশ্বের প্রাণ নিয়ে সমস্ত ঘটনা জানে। তবে তা বাইরে খোলসা করে না। বিজ্ঞানীদের অনেকে মনে করছেন, এটা ইউএফও নয়, কোনও বোয়িং এয়ারক্রাফ্ট বা ওয়েদার বেলুন। যদিও কোনওটারই কোন পোক্ত প্রমাণ নেই।

English summary
Alien UFO seen during Lunar Eclipse super blue moon time says UFO Mania
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X