For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল সেনার বিমান, আলজেরিয়ায় মৃত ২৫৭, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

আলজেরিয়ায় সেনা বিমান ভেঙে মৃত অন্তত ২৫৭ জন। রাজধানী আলজিয়ার্সের বিমানবন্দরের বাইরে এই ঘটনা ঘটেছে।

  • |
Google Oneindia Bengali News

আলজেরিয়ায় সেনা বিমান ভেঙে মৃত অন্তত ২৫৭ জন। রাজধানী আলজিয়ার্সের বিমানবন্দরের বাইরে এই ঘটনা ঘটেছে। ঘটনার খবর সামনে তুলে এসেছে স্থানীয় সংবাদমাধ্যম।

সেনার বিমান ভেঙে মৃত অন্তত একশো, শোকের ছায়া আলজেরিয়ায়

সূত্রের খবর, বিমান দুর্ঘটনার সময়ে ভিতরে কয়েক শতাধিক সেনা কর্মী ছিলেন। বৌফারিক বিমানবন্দরের নেমে আসার সময়ে দুর্ঘটনা ঘটে। সরকারি রেডিও সংস্থা শতাধিক মানুষের মারা যাওয়ার খবর ঘোষণা করেছে।

এন্নাহার টিভির ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থলটি একটি মাঠ। সেখানে বিমানটি পড়ে রয়েছে এবং নিরাপত্তারক্ষী থেকে অনেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে।

আলজেরিয়ার সংবাদ সংস্থা আলজেরি প্রেস জানিয়েছে, আলজেরিয়ার দক্ষিণ-পশ্চিমে বেচার শহরের দিকে বিমানটি উড়ে যাচ্ছিল। বৌফারিক বিমানবন্দরটি উত্তর আলজেরিয়ায় অবস্থিত। রাজধানী আলজিয়ার্স থেকে এই জায়গায় দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার।

বিমানটি হল ইলয়ুশিন II-৭৬। রাশিয়ার তৈরি এই বিমান সেনার কাজে ব্যবহার করা হতো। এর আগে ২০১৪ সালে সি-১৩০ বিমান ভেঙে পড়ে কর্তব্যরক ৭০ জন সেনাকর্মী এভাবেই আলজেরিয়ায় প্রাণ হারিয়েছিলেন। এবারও সেরকম ঘটনারই পুনরাবৃত্তি হল।

English summary
Russian-made military plane crashes shortly after take off from Boufarik airbase outside the capital, Algiers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X