For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউরোপে নতুন বছরে বিমান হামলা! ব্লু-প্রিন্ট তৈরি আল কায়েদার

যুক্তরাজ্য ইংল্যান্ডে নাশকতার উড়ো খবর যেগুলি আসছিল, তার মধ্যে সারবত্তা রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

যুক্তরাজ্য ইংল্যান্ডে নাশকতার উড়ো খবর যেগুলি আসছিল, তার মধ্যে সারবত্তা রয়েছে। সেদেশের নিরাপত্তা মন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, আল কায়েদা ইউরোপের বিভিন্ন জায়গায় হামলার ছক কষছে। বিমান, বিমান বন্দরকে টার্গেট করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ইউরোপে নতুন বছরে বিমান হামলা! ব্লু-প্রিন্ট তৈরি আল কায়েদার

ব্রিটিশ দৈনিক দ্য সানডে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ালেস বলেছেন, আল কায়েদা হামলার চেষ্টা করে চলেছে। বিমান নিয়ে হামলার যে আশঙ্কা শোনা গিয়েছে তার সারবত্তা রয়েছে। ইউরোপের নানা জায়গায় নানা পন্থা প্রয়োগ করে আল কায়েদা হামলা চালানোর ফিকির খুঁজছে।

এর আগে ২০০১ সালে আমেরিকায় বিশ্ব বাণিজ্য সেন্টারে বিমান হামলা চালিয়ে ৩ হাজার মানুষকে মেরে ফেলেছে আল কায়েদা জঙ্গিরা। পরে ২০১১ সালে ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে খুঁজে বের করে নিকেশ করা হয়।

মাঝে আইএসআইএস বিশ্ব জুড়ে ত্রাস তৈরি করলে আল কায়েদা তা সাইডলাইনে বসে দেখেছে। এবার ফের তারা সক্রিয় ভূমিকা নিতে চলেছে বলে খবর।

এই মুহূর্তে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আল কায়েদা সক্রিয়। এখন ইউরোপেও ফের হামলা করে চমক দিতে চাইছে এই জঙ্গিগোষ্ঠী।

English summary
Al Qaeda plans to attack in Europe, says UK security minister Ben Wallace
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X