For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালয়েশিয়াগামী এয়ারএশিয়া বিমানে মাঝ আকাশে আতঙ্ক! তারপর যা হল

গোল্ড কোস্ট থেকে মালয়েশিয়াগামী বিমানের ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরনোয় আপতকালীন ব্যবস্থা হিসাবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জরুরি অবতরণ করাতে হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গোল্ড কোস্ট থেকে মালয়েশিয়াগামী বিমানে মাঝ আকাশে আতঙ্কের পরিবেশ তৈরি হল। বিমানের ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরোতে দেখেন যাত্রীরা। ফলে কোনও উপায় না দেখে আপতকালীন ব্যবস্থা হিসাবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জরুরি অবতরণ করাতে হয়েছে।[আরও পড়ুন:উড়ানেও এবার চুটিয়ে ইন্টারনেটের ব্যবহার, কবে থেকে চালু হচ্ছে এই পরিষেবা]

যাত্রীরা জানিয়েছেন, এতো রাতে বিমান মাঝ আকাশে থাকাকালীন প্রথমে আওয়াজ শুনতে পান তাঁরা। এরপরই ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মাঝ আকাশে প্রাণ সংশয়ের ভয়ে অনেকেই লাইফ জ্যাকেট পড়তে শুরু করে দেন।[আরও পড়ুন:ভারতের এই রাজ্যে রয়েছে এমন উড়ো জাহাজ রেস্তরাঁ! যেতে পারেন আপনিও]

মালয়েশিয়াগামী এয়ারএশিয়া বিমানে মাঝ আকাশে আতঙ্ক!

এর আগের সপ্তাহেই এয়ারএশিয়ার একটি বিমানেই ইঞ্জিনে গোলযোগের জেরে পারথ বিমানবন্দরে অবতরণ করতে হয়েছিল। বিমান উড়ানের সময়ই প্রচণ্ড ঝাঁকুনি হয়। তারপরই মাঝ আকাশে ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায় জরুরি অবতরণ করতে হয়। এবারও অনেকটা সেরকম ঘটনাই ঘটেছে।

এয়ারএশিয়ার বিমানে মোট ৩৪৫ জন যাত্রী ও ১৪ জন বিমানকর্মী ছিলেন। স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিট নাগাদ ব্রিসবেনে বিমান অবতরণ করে। সম্ভবত পাখির সঙ্গে ধাক্কা লাগাতেই বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।

English summary
AirAsia flight bound for Malaysia forced to land in Brisbane
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X