For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশান্ত সিরিয়া, ত্রাণের ট্রাক পৌঁছতেই ঘওতায় অমানবিক হামলা

এই মুহুর্তে কার্যত শ্মশানের শূণ্যতা সিরিয়ার পূর্ব ঘওতা এলাকা জুড়ে। কোথাও ধ্বংস , কোথাও আর্তনাদ, কোথাও রক্ত, এই সমস্ত ছবিই বার বার উঠে আসছে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের আঁতুর ঘর পূর্ব ঘওতায়।

  • |
Google Oneindia Bengali News

এই মুহুর্তে কার্যত শ্মশানের শূণ্যতা সিরিয়ার পূর্ব ঘওতা এলাকা জুড়ে। কোথাও ধ্বংস , কোথাও আর্তনাদ, কোথাও রক্ত, এই সমস্ত ছবিই বার বার উঠে আসছে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের আঁতুর ঘর পূর্ব ঘওতায়। যেখানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও রাশিয়ার সন্ধি ,বিমান হামলায় তছনছ করেছে সিরিয়াকে। এরই মধ্যে শুক্রবার ১৩ টি ত্রাণের ট্রাক ঢুকেছিল ঘওতাতে। আর সেই সময়েই ফের একবার বিমান হামলা চলে ঘওতার দৌমাতে ।

অশান্ত সিরিয়া, ত্রাণের ট্রাক পৌঁছতেই ঘওতায় অমানবিক হামলা

রাশিয়ার এই অমানবিক আচরণের তুমুল সমালোচনা করেছে ব্রিটেন নির্ভর সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তারা জানিয়েছে, ইন্টারন্যাশনাল রেড ক্রসের তরফে ত্রাণ পৌঁছানোর জন্য সিরিয়ায় দু'তরফের সংঘর্ষ বন্ধ কার হয়েছিল। শুক্রবার ত্রাণের ১৩টি ট্রাক ঘওতায় ঢুকতেই ফের একবার বিদ্রোহী অধ্যুষিত দৌমাতে হামলা চালানো হয় বিমান পথে। সিরিয়া সরকার ও রাশিয়ার আঁতাতেই এই হামলা চলেছে বলে অভিযোগ।

এদিকে, দৌমাতে ৪০ হাজার জনের মধ্যে কেবল ১২ ০০০ জনেরই ত্রাণ পৌঁছেছে বলে জানা গিয়েছে। তবে ইন্টারন্যাশনাল রেড ক্রসের তরফে জানানো হয়েছে, এরপর সিরিয়াতে আরও ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, এর আগেও সিরিয়ার ঘওতা এলাকাতে ত্রাণের ট্রাক পৌঁছালেও , সেই সময়ে প্রবল বিমান হাা শুরু হওয়াতে তা ফিরে আসতে বাধ্য হয়। এভাবে ৪৬ টি ত্রাণ সরবরাহকারী ট্রাক ফিরে গিয়েছে এর আগে।

English summary
Air strikes hit Syria's Eastern Ghouta as aid convoy enters area.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X