For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে হঠাৎ বায়ুদূষণে থেমে যায় ক্রিকেট

দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে এর আগেও পরিবেশ দূষণের কারণে রঞ্জি ট্রফির দুটি ম্যাচ স্থগিত হয়েছিলো

  • By Bbc Bengali

দিল্লী বায়ুদূষণ,ফিরোজ শাহ কোটলা,ভারত-শ্রীলঙ্কা টেস্ট
Getty Images
দিল্লী বায়ুদূষণ,ফিরোজ শাহ কোটলা,ভারত-শ্রীলঙ্কা টেস্ট

দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন চলাকালীন হঠাতই ১২ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় খেলা।

এসময় ম্যাচ রেফারি ডেভিড বুন চিকিৎসকের পরামর্শ নেয়া শুরু করেন।

খেলা চলাকালীন শ্রীলঙ্কান পেস বোলার লাহিরু গামাগে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন।

আম্পায়াররা ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও শ্রীলঙ্কৈার অধিনায়ক দিনেশ চান্দিমালের সাথে পরামর্শ করে আবারো খেলা শুরু করেছেন।

https://twitter.com/SkyCricket/status/937218652788678656

দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটি যে এলাকায় অবস্থিত সেখানের বাতাসের গুণগত মান বেশ খারাপ বলে জানা গেছে এয়ার কোয়ালিটি ইনডেক্সে।

এই মাপকাঠিতে দিল্লীর রেটিং কোথাও কোথাও ২০০, যা কি না খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

শ্রীলঙ্কায় বাতাসের এই গুণগত মানের পরিমাপ ৩০ থেকে ৫০ এর মধ্যে বিরাজ করে।

https://twitter.com/ANI/status/937213999728410625

দিল্লীতে এটা প্রথমবারের মতো হয়নি।

এর আগে ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে দুটি ম্যাচ স্থগিত করা হয়।

English summary
Air pollution suddenly stopped the cricket match at Feroz Shah Kotla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X