For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তালিবান, আল কায়েদার হামলার হুমকি, পাকিস্তানে বাতিল যোগাভ্যাস

  • |
Google Oneindia Bengali News

করাচি, ২০ জুন : আগামিকাল ২১ জুন 'বিশ্ব যোগ দিবস'। এই দিনটিকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। সারা বিশ্ব আগামিকাল যোগাসনে মেতে উঠবে। তবে একমাত্র ব্যতিক্রম ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান।

জানা গিয়েছে, আগামিকাল পাকিস্তানে যোগ দিবস পালন হবে না। বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিগোষ্ঠীর হুমকির কাছে নতিস্বীকার করে পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে, যোগ দিবস পালন করা তাদের পক্ষে সম্ভব নয়।

তালিবান, আল কায়েদার হামলার হুমকি, পাকিস্তানে বাতিল যোগাভ্যাস


ভারত থেকে যোগ প্রশিক্ষকদের একটি দল গিয়ে পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদ ও ফৈজলাবাদে অনুষ্ঠান করবে বলে ঠিক ছিল। তবে পাকিস্তান প্রশাসন তাদের জানিয়ে দিয়েছ, বিচ্ছিন্নতাবাদীরা অনুষ্ঠানের উপরে আক্রমণ চালাতে পারে ফলে, ভিসার অনুমতি দেওয়া সম্ভব নয়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীর, মন ও আত্মার একাত্মতা ঘটায় যোগ ব্যায়াম। এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। আর তাই যোগের উপকারিতাকে আজ সারা বিশ্ব সমাদর করছে। অথচ পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তে তাই স্বাভাবিকভাবেই বিচ্ছিন্নতাবাদ ঠেকানোর সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে গোটা বিশ্ব।

প্রসঙ্গত, গতবছরের ২৭ সেপ্টেম্বর জাতিপুঞ্জের সভায় ভাষণ দিতে গিয়ে এই দিনটিকে 'বিশ্ব যোগ দিবস'-রূপে স্বীকৃতি দিতে আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তাঁর আর্জি মেনে নিয়ে গত ডিসেম্বর মাসে ২১ জুন তারিখকে 'বিশ্ব যোগ দিবস' হিসাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।

English summary
Ahead of terror threat, Pakistan will not celebrate International Yoga Day tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X