For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ইরাকে মার্কিন দূতাবাসের সামনে হামলা, আছড়ে পড়ল পাঁচটি রকেট

  • By
  • |
Google Oneindia Bengali News

ফের একবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে রকেট হামলা হল। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যায় পাঁচটি রকেট হামলা হয়েছে। এখানকার হাই সিকিউরিটি জোনটি টাইগ্রিস নদীর পশ্চিম তটে অবস্থিত। এই এলাকাটি কড়া নিরাপত্তার ঘেরাটোপে মোড়া থাকে সবসময়। তারপরও এই রকেট হামলা নিঃসন্দেহে আতঙ্ক ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর সামনে আসেনি।

ফের ইরাকে মার্কিন দূতাবাসের সামনে রকেট হামলা

এখানকার গ্রিন জোনে বিভিন্ন সরকারি কেন্দ্রগুলি রয়েছে এবং বিভিন্ন দেশের দূতাবাসগুলি অবস্থিত। এলাকাটি সবসময়ই নিরাপত্তার ঘেরাটোপে থাকে। এদিন রকেট হামলার পরে একটি লঞ্চার উদ্ধার করা গিয়েছে বলে স্থানীয় নিরাপত্তারক্ষী বাহিনী জানিয়েছে।

এর আগে গত মঙ্গলবার ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসে তিনটি রকেট হামলা হয়। তার আগে গতবছরের ২৯ ডিসেম্বর আমেরিকার বিমান হামলায় ইরানের একটি বিদ্রোহী সংগঠনের ১২ জনের প্রাণ যায়। তারপরই আমেরিকার দূতাবাসে হামলার চেষ্টা হয়। এবং ইরাক থেকে মার্কিন সেনা তুলে নেওয়ার দাবি ক্রমেই জোরালো হতে শুরু করে।

সেই ঘটনার দিন কয়েকের মধ্যেই জানুয়ারির প্রথম সপ্তাহে মার্কিন ড্রোন হামলায় ইরানের সেনা জেনারেল কাসেম সুলেমানির মৃত্যু হয়। তারপরই ইরান আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। যদিও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে বিশেষ পাত্তা না দিয়ে উল্টে সুলেমানিকে জঙ্গি আখ্যা দেন। যারপর ইরান-আমেরিকার বাদানুবাদ ক্রমশ আরও বেড়ে গিয়েছে।

English summary
Again five rocket hits near US embassy in Iraq
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X