তীব্র ভূমিকম্পে থরহরি কম্প পুরো এলাকা, ফের সুনামির আশঙ্কা ইন্দোনেশিয়ায়
ইন্দোনেশিয়ার সুলওয়েসি দ্বীপে সুনামির ঘা এখনও দগদগে। এরই মধ্যে ফের এই দ্বীপের পূর্বাঞ্চল কেঁপে উঠল তীব্র ভূমিকম্পে। শুক্রবার তীব্র কম্পন অনুভূত হওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো দ্বীপাঞ্চলে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৮। মার্কিন জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) সতর্কবার্তা দিয়েছে এই তীব্র ভূমিকম্পের।

ইন্দোনেশিয়ার জিওফিজিক্স সংস্থা জানিয়েছে, সুলওয়েসি দ্বীপের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ওই দ্বীপের ১৭ কিলোমিটার গভীরে। তবে সিটি সেন্টার পালু থেকে অনেক দূরে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ২০১৮-র সেপ্টেম্বরে ভয়ঙ্কর ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ বলেও ঘোষণা করা হয়েছিল ওই ভূমিকম্পকে। এই ভূমিকম্পের ফলে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছিল।