For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে ফের চিনের নাগরিকের ওপরে হামলা! করাচিতে গুলিতে মৃত এক, গুরুতর আহত আরও ২

পাকিস্তানের ফের চিনের নাগরিকের ওপরে হামলা। এদিন করাচির একটি জনাকীর্ণ বাজারে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে চিনের এক নাগরিক মারা যান। এপর দুই ব্যক্তি গুরুতর আহত হন বলে জানা গিয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী আততায়ীরা একটি ড

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের ফের চিনের নাগরিকের ওপরে হামলা। এদিন করাচির একটি জনাকীর্ণ বাজারে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে চিনের এক নাগরিক মারা যান। এপর দুই ব্যক্তি গুরুতর আহত হন বলে জানা গিয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী আততায়ীরা একটি ডেন্টাল ক্লিনিকের ভিতরে গুলি চালায়।

 পাকিস্তানে ফের চিনের নাগরিকের ওপরে হামলা! করাচিতে গুলিতে মৃত এক, গুরুতর আহত আরও ২

পাকিস্তানের সংবাদ মাধ্যমে এব্যাপারে এক পুলিশ কর্তাকে উদ্ধৃত করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত ব্যক্তিকে রনিল ডি রাইমন্ড চা (২৫) বলে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে ৭২ বছরে মার্গ্রেড এবং ৭৪ বছর বয়সী রিচার্ডকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পাকিস্তানে চিনের নাগরিকদের ওপরে হামলার এটাই সব থেকে শেষের ঘটনা। এবছরের এপ্রিলে করাচি বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের এক আত্মঘাতী হামলায় তিন চিনের নাগরিকের মৃত্যু পরে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিল চিন। চিনের বিদেশ দফতরের এক মুখপাত্র বলেছিলেন, চিনাদের রক্ত বৃথা যাবে না। ওই ঘটনার পিছনে যে যারা থাকুক না কেন, তাদেরকে চড়া মূল্য দিতে হবে।

পরবর্তী সময়ে বালুচিস্তান লিবারেশন আর্মির মাজিড ব্রিগেডের তরফে কনফুসিয়াস ইনস্টিটিউটে হামলার দায় স্বীকার করা হয়েছিল।

নিয়মিত আয়ের সংস্থান করতে প্রবীণ নাগরিকদের কয়েকটি বিনিয়োগ প্রকল্প একনজরেনিয়মিত আয়ের সংস্থান করতে প্রবীণ নাগরিকদের কয়েকটি বিনিয়োগ প্রকল্প একনজরে

English summary
Again attack on Chinese citizens in Pakistan, One dead, 2 seriously injured in Karachi shooting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X