ফের করোনায় সুস্থ হয়ে উঠলেন নেদারল্যান্ডসের ১০১ বছরের বৃদ্ধা
নেদারল্যান্ডসের এক ১০১ বছর বয়সী ডাচ বৃদ্ধা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ একে 'আশার স্ফুলিঙ্গ’ বলে সম্বোধন করেছে।

ওই বৃদ্ধা রোটারডাম সংলগ্ন ইসেল্যান্ড হাসপাতালে এক সপ্তাহ আগে ভর্তি হন। তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে পরীক্ষা করা হয় এবং করোনা ঊআইরাস পজিটিভ রিপোর্ট আসে। ওই বৃদ্ধাকে আইসোলেশনে রাখা হয়েছিল কিন্তু এখন তিনি এতটাই সুস্থ যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ওয়েবসাইটে জানিয়েছে, শতবর্ষীয় বৃদ্ধা, যিনি বাড়িতে স্বাধীনভাবে বাস করেন, বাড়ি ফেরার আগে হাসপাতালে বিশ্রাম নিয়ে নিলেন। পামোনোলজিস্ট সুনীল রামলাল বলেন, 'তিনি একজন শক্ত মহিলা এবং হাঁচি পেলে তাঁর কনুই দিয়ে মুখ ঢাকা এবং আমাকে সঠিক দূরত্ব বজায় রাখার মতো চিকিৎসার পরামর্শ অনুসরণ করেছেন দেখে খুব ভাল লাগছে।’
এর আগেও ইতালির এক ১০১ বছরের বৃদ্ধ করোনা ভাইরাস রোগ থেকে সুস্থ হয়ে ওঠেন।