For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেটা, টুইটার, মাইক্রোসফটের পথে অ্যামাজন, ব্যয় কমাতে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে ই-কমার্স সংস্থাটি

মেটা, টুইটার, মাইক্রোসফটের পথে অ্যামাজন, ব্যয় কমাতে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে ই-কমার্স সংস্থাটি

Google Oneindia Bengali News

অর্থনীতি বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন। তাঁরা জানিয়েছিলেন, ২০২২ সালের শেষের দিক থেকে বিশ্বজুড়ে আর্থিক মন্দা শুরু হবে। ২০২৩ সালে সেই মন্দা প্রকট আকার ধারণ করতে পারে। যার জেরে বহু কর্মী চাকরি হারাতে পারেন। সেই আশঙ্কাকে সত্যি করে, টুইটার, মাইক্রসফট, মেটার পর এবার ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল অ্যামাজন। সোশ্যাল মিডিয়ায় অ্যামাজনের এক প্রাক্তন কর্মী জানিয়েছেন, সংস্থায় ব্যাপক পরিমাণে কর্মী বরখাস্ত হয়েছেন। কিন্তু ঠিক কতজন কর্মীকে অ্যামজন বরখাস্ত করেছেন জানা যায়নি।

প্রাক্তন অ্যামাজন কর্মীর বয়ান

প্রাক্তন অ্যামাজন কর্মীর বয়ান

অ্যামাজনে কর্মরত একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার জেমি ঝাং লিঙ্কডইন-এ সংস্থায় ব্যাপক পরিমাণে কর্মীদের বরখাস্ত করার খবর প্রকাশ্যে আনেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, তিনি দেড় বছর অ্যামাজনের রোবটিক বিভাগে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁকে অ্যামাজন থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি নতুন চাকরি খুঁজছেন। অ্যামাজনের প্রাক্তন এক কর্মী বলেছেন, রোবটিক বিভাগের সমস্ত কর্মীকে পিঙ্ক স্লিপ দেওয়া হয়েছে। অর্থাৎ তাঁদের চাকরি খোঁজার জন্য বলা হয়েছে বা বরখাস্ত করা হয়েছে।

অ্যামাজনের সতর্কবার্তা

অ্যামাজনের সতর্কবার্তা

অ্যামাজন ঠিক কতজন কর্মীকে বরখাস্ত করেছেন, এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি। মার্কিন পত্রিকার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যামাজন তাদের বেশ কিছু অলাভজনক ইউনিটের কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার নির্দেশ দিয়েছে। অ্যামাজনের তরফে জানানো হয়েছে, ওই ইউনিটগুলো শীঘ্রই বন্ধ হয়ে যাবে বা সাময়িকভাবে ওই ইউনিটের কাজগুলো স্থগিত করা হবে। গত সপ্তাহে অ্যামাজনের কর্মীদের বরখাস্তের একটি ইঙ্গিত দেওয়া হয়েছিল। সেখানে ই কমার্স সংস্থাটির তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে সংস্থাটি। ব্যয় কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

অ্যামাজনে হচ্ছে না নতুন নিয়োগ

অ্যামাজনে হচ্ছে না নতুন নিয়োগ

সংস্থার পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালেটি একটি নোটিশে বলেন, বর্তমানে সংস্থাটি আর্থিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে আমরা বেশ কয়েকজনকে নিয়োগ করেছি। তবে বর্তমানে সংস্থাটি নতুন করে কোনও কর্মী নিয়োগ করবে না। পাশাপাশি তিনি বলেন, আগামী কয়েক মাসে অ্যামাজানে কোনও বিভাগেই নতুন কোনও নিয়োগ হবে না। আমরা অর্থনৈতিক দিকটি নজরে রাখছে। সংস্থার আর্থিক পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে নিয়োগ করা হবে।

অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে অ্যামাজান

অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে অ্যামাজান

অ্যামাজনের তরফে জানানো হয়েছে, সংস্থাটি বর্তমানে প্রবল অনিশ্চয়তার মুখে পড়ছে। বর্তমানে সংস্থাটি বিনিয়োগ ও আয়ের মধ্যে সামঞ্জস্য রাখার চেষ্টা করছে। তবে অ্যামাজন প্রথমবার আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে না। আগেও অ্যামাজন বেশ কয়েকবার আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে গিয়েছে। অতীতে সমস্ত ধরনের প্রতিকূলতা দূর করে অ্যামাজন আবার ঘুরে দাঁড়িয়েছে। আশা করা হচ্ছে, ভবিষ্যতেও এই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে বলে অ্যামাজনের তরফে জানানো হয়েছে।

আসন্ন দিল্লির পৌরসভা নির্বাচনে জোর প্রচার, দুর্নীতি মুক্ত প্রশাসনের আবেদন কেজরিওয়ালের আসন্ন দিল্লির পৌরসভা নির্বাচনে জোর প্রচার, দুর্নীতি মুক্ত প্রশাসনের আবেদন কেজরিওয়ালের

English summary
Amazon has laid off a large number of workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X