For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনা বাণিজ্যের টুঁটি চেপে ধরতে ট্রাম্প প্রশাসনের নয়া প্ল্যান!মার্কিন মুলুকে একাধিক সংস্থা স্ক্যানারে

চিনের বাণিজ্যের টুঁটি চেপে ধরতে ট্রাম্প প্রশাসনের নয়া গেমপ্ল্যান! মার্কিন মুলুকে একাধিক সংস্থা স্ক্যানারে

  • |
Google Oneindia Bengali News

মার্কিন মুলুকে ক্রমেই চিন বিরোধিতা বেড়ে চলেছে। বহু মাস আগে থেকেই যে বাণিজ্য সংঘাত ক্রমেই দানা বাঁধছিল, তা বর্তমানে করোনার আবহে দানবীয় চেহারা নিচ্ছে। আর সেই প্রেক্ষাপটে এবার আমেরিকায় একাধিক চিনা সংস্থা ট্রাম্প প্রশাসনের স্ক্যানারে থাকতে শুরু করেছে।

 টিকটকের পর কোন সংস্থা স্ক্যানারে

টিকটকের পর কোন সংস্থা স্ক্যানারে

দেখা গিয়েছে, টিকটেকর মতো সংস্থার পর এবার চিনের একাধিক সংস্থা ট্রাম্প প্রশাসনের স্ক্যানারে থাকেত শুরু করেছে। ট্রাম্প নিজে জানিয়েছেন, 'আমরা অন্যগুলিকেও (চিনা সংস্থা টিকটক বাদে) দেখছি। ' ফলে চিনের বাণিজ্যিক বিস্তারবাদের টুঁটি এবার ধীরে ধীরে চেপে ধরতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

চিনের সংস্থার ওপর চাপ

চিনের সংস্থার ওপর চাপ

মোদীর পথে হেঁটেই টিকটকের মতো চিনা সংস্থার ওুর চাপ পেলতে শুরু করেছে আমেরিকা। ৯০ দিনের মধ্যে আমেরিকায় টিকটক বন্ধের বার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এরপরই আমেরিকায় টিকটক আমেরিকান সংস্থাহগুলির সঙ্গে গাঁটছড়ার ভাবনা চিন্তা করছে।

 স্ক্যানারে আলিবাবা

স্ক্যানারে আলিবাবা

চিনের তাবড় বাণিজ্যশক্তি আলিবাবা। জ্যাক মার এই সংস্থা ঘিরে রীতিমতো চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। সূত্রের দাবি, টিকটকের পর এই সংস্থার দিকে নজর ট্রাম্পের। উল্লেখ্য, যদি চিনের আলিবাবার ব্যবসা মার্কিন মুলুকে ধাক্কা খায়, তাহলে তা চিনের বিশ্বব্যাপী বাণিজ্যের ক্ষেত্রে বড় ধাক্কা হতে পারে।

 ট্রাম্পের পদক্ষেপে ক্ষুব্ধ চিন

ট্রাম্পের পদক্ষেপে ক্ষুব্ধ চিন

ট্রাম্পের টিকটক নিষিদ্ধকরণের সিদ্ধান্তে ভীষণ ভাবে ক্ষুব্ধ চিন। জিনপিং প্রশাসনের পক্ষ থেকে রীিত মত আমেরিকাকে সতর্ক করে বলা হয়েেছ ভুল সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। অবিলম্বে এই ভুল সংশোধন করা উচিত তাঁেদর। আমেরিকা আন্তর্জাতির বাণিজ্যনীতি লঙ্ঘন করছে বলে পাল্টা অভিযোগ করেছে বেজিং।

চিনকে দুরমুশ করতে এশিয়ায় কোন দেশে এফ ১৬ যুদ্ধবিমান পাঠাচ্ছে আমেরিকা!দক্ষিণ চিন সাগর সংঘাত তুঙ্গেচিনকে দুরমুশ করতে এশিয়ায় কোন দেশে এফ ১৬ যুদ্ধবিমান পাঠাচ্ছে আমেরিকা!দক্ষিণ চিন সাগর সংঘাত তুঙ্গে

English summary
After Tiktok other Chinese Companies under scanner in USA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X