For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিলেটের পর এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশে

মঙ্গলবার রাত থেকে ওই বাড়ি দুটি ঘিরে রাখা হয় বলে মৌলভীবাজারের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। ভেতর থেকে গ্রেনেড চার্জ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। ওই এলাকায় সকালে বিকট আওয়াজ শোনা যায়।

  • By Bbc Bengali

বিবিসি
বিবিসি
বিবিসি

বাংলাদেশের সিলেটে দীর্ঘ সময় ধরে চলা জঙ্গি অভিযানের অবসানের পর এবার মৌলভীবাজারে সম্ভাব্য জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ।

গতকাল রাত থেকে ওই বাড়ি দুটি ঘিরে রাখা হয় বলে মৌলভীবাজারের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তবে এই মুহূর্তে নিজেদের নাম প্রকাশ করতে চাননি তিনি।

শহরের মধ্যে তিনতলা একটি ভবনে এবং মৌলভীবাজার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ফতেহপুর এলাকায় আরেকটি বাড়িকে ঘিরে রাখা হয়েছে।

এর মধ্যে একটি বাড়িতে পুলিশ ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়।

মৌলভীবাজার পুলিশের এএসপি (সদর দপ্তর) বিবিসি বাংলাকে টেলিফোনে বলেন, " আমরা অভিযানে আছি।

জঙ্গি সন্দেহ বাড়ি দুটি ঘিরে রাখা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, "তারা ভেতর থেকে গ্রেনেড চার্জ করছে । এরপরও জঙ্গি কি-না কোন সন্দেহ আছে?"

স্থানীয় একজন সাংবাদিক জানাচ্ছেন, ওই এলাকায় সকালে বিকট আওয়াজ শোনা যায়। এখন থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।

এর আগে গতকালই শেষ করা হয় সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান। এই জঙ্গীবিরোধী অভিযান ছিল স্মরণকালের সবচেয়ে বেশি সময় ধরে চলা, এবং সবচেয়ে রক্তক্ষয়ী।

(এই খবরের আরও বিস্তারিত আসছে)

English summary
After Sylhet, police surrounds a house at Moulavi Bazar in search of suspect terrorists
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X