For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯৭ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে হাঁটতেই ভুলে গিয়েছেন নভশ্চর! দেখুন ভিডিও

এক নভশ্চর মহাকাশ জয় করে পৃথিবীতে ফিরে এসে আর হাঁটতে পারছেন না।

  • |
Google Oneindia Bengali News

নভশ্চর হয়ে মহাকাশে পাড়ি দেওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। অনেকেই এই পেশায় রঙীন জগত কল্পনা করেন। তবে প্রদীপের তলায় অন্ধকারের মতো কঠিন জগতটা অনেকেরই অজানা। নভশ্চরদের জীবন যে কতটা কঠিন আর বেঁচে থাকা যে কতটা কষ্টসাধ্য তা এই পেশার মানুষ ছাড়া অনুধাবন করা সম্ভব নয়।

১৯৭ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে হাঁটতে ভুলে গিয়েছেন নভশ্চর! দেখুন ভিডিও

এক নভশ্চর মহাকাশ জয় করে পৃথিবীতে ফিরে এসে আর হাঁটতে পারছেন না। এমনটা হয়েছে মহাকাশচারী এজে (ড্রিউ) ফিউস্টেল এর সঙ্গে। তিনি সম্প্রতি ১৯৭ দিন মহাকাশে থেকে ফিরে এসেছেন। মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে এতদিন ছিলেন তিনি।

নিজের একটি ভিডিও পোস্ট করেছেন ফিউস্টেল। সেখানে দেখা যাচ্ছে, সামান্য কয়েক পা হেঁটে যেতেও পারছেন না তিনি। দেখে মনে হচ্ছে, যেকোনও সময় পড়ে যাবেন। নিজের টুইটারে সেই ভিডিও পোস্ট করে করুণ অবস্থার কথা শেয়ার করেছেন ফিউস্টেল।

জানা গিয়েছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার মহাকাশচারী ফিউস্টেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে ষষ্ঠ স্পেসওয়াক পূর্ণ করেছেন এবছরই। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই কামনা করছেন ফিউস্টেল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

English summary
After spending 197 days in space, astronaut struggles to walk a short distance on Earth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X