For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমঝোতা এক্সপ্রেসের পর আরও একটি ট্রেন বাতিল করল পাকিস্তান

ভারতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে পাকিস্তান। দ্বিপাক্ষিক সম্পর্ক তাঁরা রাখতে চান না।

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে পাকিস্তান। দ্বিপাক্ষিক সম্পর্ক তাঁরা রাখতে চান না। ফলে বাণিজ্য বন্ধ করার পাশাপাশি বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এদিন শুক্রবার দুই দেশের মধ্যে চলা আরও একটি ট্রেন বাতিল করে দিল ইমরান খানের দেশ।

সমঝোতা এক্সপ্রেসের পর আরও একটি ট্রেন বাতিল করল পাকিস্তান

থর এক্সপ্রেস বন্ধ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের খোকরাপর থেকে রাজস্থানের মুনাবাও পর্যন্ত চলা এই থর এক্সপ্রেস সাপ্তাহিক ট্রেন ছিল। সেটাই বন্ধ করে দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ।

তাঁর পাল্টা হুঁশিয়ারি, আমি যতদিন রেলমন্ত্রী রয়েছি, ভারত-পাকিস্তানের মধ্যে কোনও ট্রেন চলবে না।

পাকিস্তান কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে ক্ষেপে গিয়ে নানা কাণ্ড করে চলেছে। বাণিজ্য বন্ধ করা ছাড়াও ভারতীয় সিনেমা বন্ধ, কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করা নিয়ে শিথিলতা এবং সর্বোপরি ফের একবার ভারতে নাশকতার ছক কষে চলেছে।

ভারত বারবার বলেছে যে কাশ্মীর এদেশের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে পাকিস্তানের নাক গলানো উচিত নয়। তা সত্ত্বেও বারবার পাকিস্তান কাশ্মীর বিষয়ে নাক গলিয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে।

English summary
After Samjhauta, Pak suspends Thar Express
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X