For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় ঘোষণা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের, মার্কিন মুলুকে চলছে 'অপেক্ষার খেলা'

Google Oneindia Bengali News

৪ নভেম্বরের ভোর, মার্কিন সময়ে ৪টে নাগাদ ডেমোক্র্যাট সমর্থকদের উদ্দেশে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছিলেন জো বাইডেন। এর ২৪ ঘণ্টা পার হতে না হতেই মার্কিন নির্বাচনের ফলাফলের চিত্রটা আরও পরিষ্কার হতেই ফের সমর্থকদের সামনে আসেন জো বাইডেন। তবে আগের বারের তুলনায় এবারের বক্তব্য ছিল অনেকক্ষণ ধরে। এবং এই ভাষণে 'আশা'র থেকে বেশি 'আত্মবিশ্বাস' ফুটে উঠছিল।

সবচেয়ে বেশি মানুষ ভোট দিয়েছেন

সবচেয়ে বেশি মানুষ ভোট দিয়েছেন

এদিন মার্কিন সময়ে সন্ধ্যা নাগাদ নিজের সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ডেমোক্র্যাটদের তরফে মার্কিন প্রেসিডেনশিয়াল পদপ্রার্থী জো বাইডেন। তিনি বলেন, 'গতকাল (৩ নভেম্বর) আরও একবার প্রমাণ হয়ে গেল যে, গণতন্ত্রই এ দেশের হৃদস্পন্দন, গত দু'দশক ধরে ঠিক যেমনটা রয়েছে। অতিমারী পরিস্থিতি সত্ত্বেও আমেরিকার ইতিহাসে এ বছরই সবচেয়ে বেশি মানুষ ভোট দিয়েছেন।'

বাইডেনের কথায় ফুটে ওঠে আত্মবিশ্বাস

বাইডেনের কথায় ফুটে ওঠে আত্মবিশ্বাস

এদিন বাইডেনের কথায় ফুটে ওঠে আত্মবিশ্বাস, তিনি বলেন, 'আমরা জিতে গিয়েছি তা ঘোষণা করতে আসিনি আমি। তবে একটা কথা বলতে চাই, গণনা যখন শেষ হবে, আমরাই জয়ী হব।' জো বাইডেন বলেন, 'রাতভর গণনার পর এটা স্পষ্ট যে, ২৭০-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে যে পরিমাণ ভোটের দরকার, তার থেকে বেশি ভোট পাব আমরা।'

উইসকনসিন এবং মিশিগান রাজ্যে বড় জয়

উইসকনসিন এবং মিশিগান রাজ্যে বড় জয়

এদিকে এদিন উইসকনসিন এবং মিশিগান রাজ্যে বড় জয় লাভ করেন বাইডেন। তাছাড়া অ্যারিজোনাতেও ডেমোক্র্যাটদের জয় প্রায় নিশ্চিত। এই পরিস্থিতিতে ম্যাজিক ফিগারের একদম কাছে পৌঁছে গেলেন জো বাইডেন। ২৬৪-তে পৌঁছে গিয়েছেন জো বাইডেন। এর ফলে ২৭০-এর ম্যাজিক ফিগার থেকে মাত্র ৬টি ইলেকটোরাল ভোট দূরে তিনি।

বাইডেনের ঝুলিতে মোট ২২টি রাজ্য

বাইডেনের ঝুলিতে মোট ২২টি রাজ্য

বাইডেনের ঝুলিতে মোট ২২টি রাজ্য গিয়েছে এখনও পর্যন্ত। ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক ছাড়াও ভারমন্ট, ম্যাসেচুসেটস, কনেটিকাট, নিউ জার্সি, মেরিল্যান্ড, ডেলাওয়্যার এবং ভার্জিনিয়াতে বিজয়ী হতে চলেছেন বাইডেন। এদিকে নিউ মেক্সিকো এবং কোলারাডো সহ মন্ট্যানা, মিনেসোটা, অ্যারিজোনাতেও বাইডেন এগিয়ে রয়েছেন। তাছাড়া গত কয়েক ঘণ্টায় উইসকনসিন এবং মিশিগান রাজ্যেও এগিয়ে গিয়েছেন বাইডেন। যদিও উইসকনসিনে বাইডেন-ট্রাম্পের ব্যবধান খুবই কম।

<strong>ট্রাম্প বনাম বাইডেন, কোন রাজ্যে এখনও চলছে ভোট গণনা? নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ কবে</strong>ট্রাম্প বনাম বাইডেন, কোন রাজ্যে এখনও চলছে ভোট গণনা? নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ কবে

English summary
After reaching 264 electoral votes Joe Biden said Democrats will win once counting is over
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X