For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের পর এবার চিনের 'শিকারি' নজর ভুটানে, বেজিংকে নোটিস ধরাল থিম্পু

ভারতের পর এবার চিনের 'শিকারি' নজর ভুটানে, বেজিংকে নোটিস ধরাল থিম্পু

Google Oneindia Bengali News

লাদাখ থেকে নজর সরাতে না সরাতেই ভুটানে নজর পড়েছে চিনের। সেদেশের সেটাং ওয়াইল্ড লাইভ স্যাঞ্জুয়ারি দখলের অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। এই নিয়ে দিল্লিতে ভুটান দূতাবাসের সামনে প্রতিবাদ বিক্ষোভও হয়েছে। তারপরেই ভুটান দূতাবাসের পক্ষ থেকে চিনা দূতাবাদে কড়া নোটিস পাঠানো হয়েছে।

ভুটান সীমান্তে আস্ফালন চিনের

ভুটান সীমান্তে আস্ফালন চিনের

লাদাখের রেশ কাটতে না কাটতে আরেক প্রতিবেশী রাষ্ট্র ভুটানের দিকে নজর পড়েছে জিনপিংয়ের। এবার ভুটানের সীমান্ত এলাকা দখলে মরিয়া হয়ে উঠেছে লালফৌজ। পূর্ব ভূটানের সেতাং সংরক্ষিত অরণ্য এলাকা চিনা বাহিনী দখল করেছে বলে অভিযোগ।

ভূটানের কড়া বার্তা

ভূটানের কড়া বার্তা

সেতাং অভয়ারণ্যে চিনের দখলদারি বরদাস্ত করা হবে না বলে বেজিংকে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছে ভূটান সরকার। চিনের বিদেশমন্ত্রক আবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই পূর্ব ভুটানের সীমান্ত নিয়ে চিনের সঙ্গে মতানৈক্য রয়েছে। তবে সেটা চিন এবং ভুটানের নিজস্ব বিষয়। এর মধ্যে ভারতের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত উল্লেখ্য ভুটানে চৈনিক আস্ফালন নিয়ে ভারতের সংবাদ মাধ্যমের একাধিক রিপোর্ট ঘিরেই বেজিংয়ের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।

 ভুটান দূতাবাসে বিক্ষোভ

ভুটান দূতাবাসে বিক্ষোভ

পূর্ব ভুটানে চিনের দখলদারী নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন ভুটানিরা। দিল্লিতে ভুটান দূতাবাসের সামনে এই নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তারপরেই ভুটানের দূতাবাদের পক্ষ থেকে চিনা দূতাবাসে কড়া বার্তা পাঠানো হয়। এতে পরিস্থিতি আরও সরগরম হয়ে উঠেছে।

 লাদাখ সীমান্তে আস্ফালন

লাদাখ সীমান্তে আস্ফালন

লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকা নিজেদের দাবি করে এখনও আস্ফালন করে চলেছে চিন। ভারতও চোখে চোখ রেখে জবাব দিয়েছে চিনের। কোনও ভাবেই নিজের জমি ছাড়তে নারাজ ভারত। ইতিমধ্যেই লাদাখ ঘুরে দেখে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী মোদীর লেহ সফরের জের, নাকি নেপথ্যে অন্য মতলব? লাদাখে পিছু হটছে চিনা বাহিনী! প্রধানমন্ত্রী মোদীর লেহ সফরের জের, নাকি নেপথ্যে অন্য মতলব? লাদাখে পিছু হটছে চিনা বাহিনী!

English summary
After Ladakh faceoff China now claimed Bhutan land thimphu issued notice to Bejing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X