For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাইডেনের হাত ধরে মার্কিন প্রশাসনের শীর্ষ পদে ভারতীয় বংশদ্ভোভূত! বাজেট প্রধানের দায়িত্বে নতুন মুখ

বাইডেনের হাত ধরে মার্কিন প্রশাসনের শীর্ষ পদে ভারতীয় বংশদ্ভোভূত! বাজেট প্রধানের দায়িত্বে নতুন মুখ

  • |
Google Oneindia Bengali News

ক্ষমতায় আসার পর থেকেই বাইডেন প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের ছড়াছড়ি। এমনকী সদ্য সমপ্তা মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনেও একাধিক রাজ্য থেকে গুরুত্বপূর্ণ পদে জিতেছেন প্রবাসী ভারতীয়রা। এমনকী নবনির্বাচতি রাষ্ট্রপতি জো বাইডেনের করোনা টাস্ক ফোর্সের শীর্ষ পদেও রয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত আমলাও। এবার বাইডেন সরকারের অর্থমন্ত্রকেও ভারতীয়দেরই রমরমা।

‘আমেরিকান প্রোগ্রেস থিঙ্ক ট্যাঙ্ক’-এর সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন নীরা

‘আমেরিকান প্রোগ্রেস থিঙ্ক ট্যাঙ্ক’-এর সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন নীরা

সূত্রের খবর, মার্কিন প্রশাসনের বাজেট প্রধানের পদে মনোনীত হলেন ‘আমেরিকান প্রোগ্রেস থিঙ্ক ট্যাঙ্ক'-এর সভাপতি তথা ভারতীয় বংশোদ্ভূত আমলা নীরা ট্যান্ডন। পাশাপাশি অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান পদে নতুন মুখ দেখা যেতে চলেছে বলে জানা যাচ্ছে। সেখানে নতুন দায়িত্ব নিচ্ছেন বিখ্যাত অর্থনীতিবিদ সিসিলিয়া রাউস।

আরও একাধিক পদে বড়সড় রদবদল

আরও একাধিক পদে বড়সড় রদবদল

পাশাপাশি রাজস্ব বিভাগের জেনেট ইয়েলেনের শীর্ষ সহকারী পদে বসতে চলেছেন ওয়ালি আদিয়েমো। যিনি আবার এর আগে ওবামা প্রশাসনের উচ্চপদস্থ আন্তর্জাতিক অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব সামলেছেন। অর্থনীতিবিদ জ্যারেড বার্নস্টেইন এবং হিদার বউশি অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে কাজ করার জন্য মনোনীত হবেন বলেও শোনা যাচ্ছে।

 নীরা ট্যান্ডন ধরেই নয়া ইতিহাস মার্কিন প্রশাসনিক মহলে

নীরা ট্যান্ডন ধরেই নয়া ইতিহাস মার্কিন প্রশাসনিক মহলে

এদিকে ৫০ বছরের নীরা ট্যান্ডন বাজেট প্রধানের দায়িত্ব গ্রহণের সাথে সাথে তৈরি হল নয়া ইতিহাস। সূত্র বলছে, এর আগে কোনও মহিলাকেই এই গুরুভার দেওয়া হয়নি। তাই নীরা ট্যান্ডনের হাতেই তৈরি হল রেকর্ড। ওয়াকিবহাল মহলের ধারণা ক্ষমতায় আসার আগে থেকেই মার্কিন অর্থনীতি বিভাগে বড়সড় রদবদলের ছক কষে রেখেছিলেন বাইডেন। মূলত ‘লিবারাল' ও ‘সেন্ট্রিস্ট' অর্থনৈতিক উপদেষ্টাদেরই দায়ভার দেওয়ার পরিকল্পনার ফসল হিসাবেই নীরার নিয়োগ।

ক্ষমতায় আসার পরেই পদারমৈতিক ভাবমূর্তি বজায় রাখতে চাইছে বাইডেন শিবির

ক্ষমতায় আসার পরেই পদারমৈতিক ভাবমূর্তি বজায় রাখতে চাইছে বাইডেন শিবির

এদিকে মার্কিন রাজনৈতিক পটভূমিতে ডেমোক্র্যাটরা বরাবরই তাদের উদারনৈতিক কর্মকাণ্ডের জন্যই পরিচিত। এবার ট্রাম্পকে সরিয়ে ক্ষমতায় আসার পরও সেই ধারা বজায় রাখতে চাইছেন জো বাইডেন, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। অর্থনীতিবিদ জ্যারেড বার্নস্টেইন, হিদার বউশি, ওয়ালি আদিয়েমোর মনোনয়নও খানিকটা সেই ইঙ্গিতই করছে।

দিল্লিতে পাপ্পু, এখানে খোকাবাবু! নাম না করে অভিষেককে আক্রমণে শুভেন্দুর উত্তর দিলীপের মুখেদিল্লিতে পাপ্পু, এখানে খোকাবাবু! নাম না করে অভিষেককে আক্রমণে শুভেন্দুর উত্তর দিলীপের মুখে

{quiz_435}

English summary
after joe biden came to power in usa indian american neera tanden will take charge as budget chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X