For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক নিষেধাজ্ঞা, দেশ ছাড়তে পারবে না জঙ্গি নেতা হাফিজ সঈদ

মির্কিন চাপের মুখে জঙ্গি হাফিজ সঈদ সহ বাকি গৃহবন্দীদের নাম 'এক্সিট কন্ট্রোল-'এর তালিকায় রাখা হয়েছে। ফলে এই জঙ্গী নেতা পাকিস্তান ছেড়ে বেরোতে পারবেনা এখন।

  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ২ ফেব্রুয়ারি : মুম্বইয়ের ২৬/১১ হামলার মূলচক্রী হাফিজ সঈদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে পাকিস্তান সরকার। হাফিজ সহ আরও ৩৭ জনের নাম নাম 'এক্সিট কন্ট্রোল-'এর তালিকায় রেখেছে পাকিস্তান। ফলে এই জঙ্গি নেতা এখন পাকিস্তান ছেড়ে বেরোতে পারবেনা । প্রধানত মার্কিন চাপের মুখে পড়ে জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদকে ৯০ দিনের জন্য গৃহবন্দী করার পর এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।[(ভিডিও) গৃহবন্দি হওয়ার জন্য নরেন্দ্র মোদী-ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বকে দায়ী করছে হাফিজ সঈদ]

তবে, এফআইআর-এ , গৃহবন্দী হাফিজের বিরুদ্ধে কী কী ধারায় এফ আই আর দায়ের করা হবে তা নিয়ে এখনও রহস্যের মেঘ কাটেনি। শোনা যাচ্ছে দেশের জঙ্গি বিরোধী আইনে এদের অনেকের বিরুদ্ধে অভি‌যোগ আনা হতে পারে বলে খবর।[নওয়াজ শরিফ মোদীকে প্রত্যুত্তর দেন না, আমি দিই: হাফিজ সঈদ]

পাক নিষেধাজ্ঞা, দেশ ছাড়তে পারবে না জঙ্গি নেতা হাফিজ সঈদ

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, জামাত-উদ-দাওয়া -এর অন্যান্য সদস্যের ওপরে নজর রাখা হচ্ছে। একই সঙ্গে নজর রাখা হচ্ছে ফালাহ-ই-ইনসানিয়ত -এর কয়েকজন শীর্ষকর্তার বিরুদ্ধেও। সানাউল্লাহ আরও জানিয়েছেন, পাক সরকারের কাশ্মীর নীতির সঙ্গে হাফিজ সইদের কাশ্মীর নীতির বিশাল ফারাক রয়েছে। তবে দেশের স্বার্থ কোনও ভাবেই ক্ষুন্ন হতে দেওয়া হবে না। সেদিকে লক্ষ্য রেখেই সঈদকে বন্দী করা হয়েছে।[বুরহান ওয়ানিকে নওয়াজ শরিফের সমর্থনের পর, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের!]

এদিকে বিশ্বের অন্যতম দাগী নাশকতাবাদী হাফিজ সঈদের গৃহবন্দী হওয়ার ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়েছে আরেক জঙ্গি সংগঠন হিজাব-উল-মুজাহিদ্দিন।হিজাব-উল-মুজাহিদ্দিন- এর তরফে সংগঠনের প্রধান সৈয়দ সালাউদ্দিন জানিয়েছেন, এই ঘটনা পাকিস্তানের দিক থেকে একটি কাপুরুষোচিত পদক্ষেপ।[বৈষম্যের শিকার, পাকিস্তানে এসে থাকুন : শাহরুখকে আমন্ত্রণ হাফিজ সইদের]

গত সোমবার লাহৌরে সঈদ ছাড়াও আবদুল্লা উবেইদ, জাফর ইকবাল, আব্দুল রেহমান আবিদ এবং কাজি কাশিফ নিয়াজ নামে তিন ব্যক্তিকে গৃহবন্দী করা হয়। গতকাল সঈদের মুক্তির দাবিতে জামাত-উদ-দাওয়া পন্থীদের বিক্ষোভ ছড়িয়েছে পাকিস্তানে। আগামী ৫ ফেব্রুয়ারি সঈদের নির্দেশে দেশব্যাপী মিছিল করা হবে বলেও জামাত-উদ-দাওয়ার পক্ষ থেকে জানানো হয়।

প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রে ৭ টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা ঘোষণা করার পরই , সেই তালিকায় পাকিস্তানের নাম ঘোষণার সম্ভাবনা খবর স্বীকার করে হোয়াইট হাউস। তারপরই তড়িঘড়ি জঙ্গিনেতা হাফিজকে গৃহবন্দী করে পাকিস্তান।

English summary
After house arrest, Pakistan puts JuD chief Hafiz Saeed on Exit Control List.Pakistan has placed Jamaat-ud- Dawa chief Hafiz Saeed's name on the Exit Control List, two days after the Mumbai terror attack mastermind and his four aides were put under house arrest+ .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X