For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের ঘৃণা অনুপ্রবশকারীদের, প্রতিবাদে সীমান্তে শিশুর বিশাল কাটআউট বসাল মেক্সিকো

ট্রাম্পের এই নির্দেশিকার প্রতিবাদ করে মেক্সিকো সীমান্তে, মার্কিন-মেক্সিকো দেওয়ালের ওপর এক শিশুকে নিয়ে তৈরি করা শিল্পকর্মের কাটআউট রাখা হয়।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন মুলুকে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশ DACA নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। এই নির্দেশ অনুযায়ী, অবৈধভাবে ছোটদের বা যুবকদের মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা যাবে না। গোটা নির্দেশিকার নাম ' ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যরাইভাল'।

ট্রাম্পের ঘৃণা অনুপ্রবশকারীদের, প্রতিবাদে সীমান্তে শিশুর বিশাল কাটআউট বসাল মেক্সিকো

এদিকে, ট্রাম্পের এই নির্দেশিকার প্রতিবাদ করে মেক্সিকো সীমান্তে, মার্কিন-মেক্সিকো দেওয়ালের ওপর এক শিশুকে নিয়ে তৈরি করা শিল্পকর্মের কাটআউট রাখা হয়। যে শিল্পকর্ম এই DACA নিয়ে প্রতিবাদের সমর্থনে ভাবনা চিন্তাকে আরও উস্কে দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই নির্দেশিকার এই ক্ষুরধার প্রতিবাদের প্রশংসা করেছেন অনেকেই।

উল্লেখ্য, ট্রাম্পের এই নতুন নির্দেশিকার ফলে মার্কিন মুলুকে থাকা বহু শিশু , কিশোর তথা ,যুবকদের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। এদিকে, এই মেক্সিকো সীমান্তের প্রাচীরে প্রতিকী এই ছবি ঘিরে বেশ শোরগোল পড়েছে টুইটারে।

ছবিতে দেখানো হয়েছে, মেক্সিকোর প্রাচির বেয়ে এক শিশু উঁকি মারছে মার্কিন মুলুকের দিকে। ছবিতে শিল্প নৈপূণ্যের জবাব নেই। শিশুটির হাতের ছোট্ট আঙুলগুলি মার্কিন প্রাচীরের ওপর যেভাবে রাখা হয়েছে, তাতে বোঝা দায় , যে এটি হাতের তৈরি শিল্প নাকি গোটাটাই ছবি!

জে আর নামের ওই ফরাসী শিল্পী ছবিগুলি টুইটারের পোস্ট করার পাশপাশি ঘটনার প্রতিবাদে সকলকে সোচ্চার হতে বলেন। এদিকে, মেক্সিকো সরকারের তরফে এই শিল্পকর্মকে একমাস পর্যন্ত মেক্সিকো প্রাচির রাখা হবে বলে জানানো হয়েছে।

English summary
As US President Donald Trump signed another infamous order that repealed the Deferred Action for Childhood Arrivals (DACA) programme that safeguarded young people illegally brought to the US, an artwork has sprung up at the newly built wall along the Mexican border.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X