For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ডেল্টা' পর করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ল্যাম্বডা' র খোঁজ পেল WHO

'ডেল্টা' পর করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ল্যাম্বডা' র খোঁজ পেল WHO

  • |
Google Oneindia Bengali News

ভাইরাস নয়, ঠিক যেন কোনও নামী মোবাইল হ্যান্ডসেট কোম্পানি! অল্প কিছু সময়ের বিরতিতে নতুন মডেল নিয়ে বাজারে হাজির করোনা৷ ডেল্টা ভ্যারিয়েন্টের ছোবল থেকে নিস্তার পেতে যখন হিমসিম খাচ্ছে বিশ্ব ঠিক সেই সময় আরও এক নতুন কোভিড-১৯ স্ট্রেনের কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ সম্প্রতি পেরুতে একটি নতুন কোভিড ভ্যারিয়েন্ট খুঁজে পেয়েছে হু, যার নাম দেওয়া হয়েছে 'ল্যাম্বডা'৷

কোথায় প্রথম খোঁজ

কোথায় প্রথম খোঁজ

তবে করোনার এই স্ট্রেন পেরুতেই প্রথম পাওয়া যায়নি গত অগাস্টে দঃ আমেরিকাতে এই স্ট্রেনের প্রথম দেখা মিলেছিল৷ বিশ্বস্বাস্থ্য সংস্থাটি জানিয়েছে শেষ ৬ মাসে পেরুতে পাওয়া মোট করোনা সংক্রমণের ৮০ % -এর জন্য দায়ী এই 'ল্যাম্বডা' ভ্যারিয়েন্ট। যদিও করোনার এই স্ট্রেনটি আদৌ ডেল্টার মতো সংক্রামক কিংবা মারণ ক্ষমতা ধরে কিনা সে বিষয়ে বিশেষ কিছু বলেনি বিশ্বস্বাস্থ্য সংস্থাটি। কোভিডের এই ভ্যারিয়েন্টটিকে এখনও 'ভাইরাস অফ কনসার্ন' ও ঘোষণা করেনি WHO

কোন কোন দেশে খোঁজ পাওয়া গিয়েছে 'ল্যাম্বডা'র?

কোন কোন দেশে খোঁজ পাওয়া গিয়েছে 'ল্যাম্বডা'র?

দক্ষিণ আমেরিকা ও তার প্রতিবেশি দেশগুলি, পেরু, চিলি, ইকুয়েডর, আর্জেন্টিনা সহ বিশ্বের প্রায় ২৯ টি দেশে করোনার এই নতুন স্ট্রেনের খোঁজ পেয়েছে WHO, তবে এই স্ট্রেনটি সেকেনৃড মিউটেন্ট গোত্রের বলেই ধারণা করেছেন গবেষকরা। ডেল্টার মতো ভ্যাকসিনের সুরক্ষা বলয় ভাঙার ক্ষমতাও ল্যাম্বডা রাখে না বলে আশ্বস্ত করেছেন গবেষকদের একটি অংশ৷

মোট কতগুলি নতুন কোভিড স্ট্রেনের খোঁজ মিলল?

মোট কতগুলি নতুন কোভিড স্ট্রেনের খোঁজ মিলল?

মহারাস্ট্রে প্রথম খোঁজ পাওয়া B.1.617 এবং এর দুটি থ্রিপট মিউটেন্ট ভ্যারিয়ান্ট, B.1.627.1 এবং B.1.617.2 (ডেল্টা) ছাড়াও, B.1.1.7 আল্ফা, B.1.351 বিটা, P.1 গামা, B.1.427 এপসিলন এবং B.1.429 এর লোভিড ভ্যারিয়েন্টের খোঁজ পেয়েছে WHO

English summary
After 'Delta', WHO found a new variant of Corona 'Lambda'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X